Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিতর্কে ঢাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন গ্রিন ভার্সিটি

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৭, ২৩:০১


লাইভ প্রতিবেদক: জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ পদক পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

বৃহস্পতিবার (৩০মার্চ, ২০১৭) পল্লবী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়াটার এইড ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র এ বিতর্কের আয়োজন করে।


জানা যায়, ‘এই সংসদ বিশ্বাস করে, দূষণ নয় আগামীর চ্যালেঞ্জ বিশুদ্ধকরণ’ শীর্ষক ওই বিতর্কে সাইফুল ইসলাম তুর্য শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। ১৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত ওই বিতর্কে মোট ২৬ প্রতিযোগীর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।


চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন শেষে বিতার্কিকরা গ্রিন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ভিসি তাদের অর্জনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরো ভালো করার উৎসাহ দেন।

 

ঢাকা, ৩০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ