Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘জঙ্গীবাদ দমন করতে হলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে হবে’

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৭, ০২:০৩



লাইভ প্রতিবেদক: সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ অত্যন্ত শ্রদ্ধাভরে পালন করা হয়েছে।


গত ২৬ মার্চ ২০১৭ইং তারিখ সকাল ৯:০০টায় লিডিং ইউনিভার্সিটির ভিসি ড. মোঃ কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে স্বাধীনতার ব্যানার, পতাকা, এবং প্লেকার্ডস নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী সুরমা টাওয়ার ক্যাম্পাস থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় লিডিং ইউনিভার্সিটি পরিবারের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালী শেষে সকাল ১০:৩০টায় ইউনিভার্সিটির হল রুমে স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর মো: নজরুল ইসলাম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার মো: মমিনূল হক, কলা এবং আধুনিক ভাষা অনুষদের ডীন প্রফেসর ড. গাজী আব্দুল্লাহেল বাকী, ছাত্রকল্যাণ উপদেষ্ঠা ও ইসলামিক স্টাডিজ  বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: আবুল কালাম চৌধুরী, আইন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নূর মোহাম্মদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী প্রফেসর  ড. আতিকুর রহমান বায়েজিত, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কাজি মো: জাহিদ হাসান ও ব্যবসায় প্রশাসন বিভগের শিক্ষার্থী সুমন দেব নাথ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইংরেজী বিভাগের সহকারী প্রফেসর মিসেস রুম্পা শারমিন।

লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, বর্তমান প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট এবং বাস্তবতার সঠিত ইতিহাস জানতে হবে। জঙ্গীবাদ ও সন্ত্রাস দমন করতে হলে সমগ্র জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে হবে, স্বাধীনতার ইতিহাস ও মূল্যবোধকে নিজেদের মধ্যে ধারন করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার অনুভূতিকে জাগ্রত করতে হবে, এবং তাদেরকে সঠিক ইতিহাস জানাতে হবে। ১৯৭১ এর ২৫ মার্চে পাক-হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে এদেশের সাধারণ মানুষদেরকে, তাই ২৫ মার্চ জাতীয় গনহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তা আন্তর্জাতিক গনহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাবারও দাবি রাখে। আমরা গর্বিত, আজ আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে।  রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনায় সেই গৌরব এবং অহংকারের দিন আজ। আজ থেকে ৪৬ বছর পূর্বে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার মধ্য দিয়েই এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ। রচিত হয় বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধুর ডাকে জীবনপণ সশস্ত্র লড়াইয়ে ঝাপিয়ে পড়ে বীর বাঙালী, উদিত হয় বাংলার আকাশে স্বাধীনতার চিরভাস্বর সূর্য।  

উক্ত আলোচনা সভায় লিডিং ইউনিভার্সিটির সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ২৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ