Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গ্রিন ইউনিভার্সিটিতে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার দাবি

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭, ২২:২৯


লাইভ প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজন ও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ উদযাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।


দিবসটি উপলক্ষে রোববার (২৬মার্চ, ২০১৭) সকালে আয়োজিত এক আলোচনা সভায় স্বাধীনতা রক্ষা জাতির প্রধান দায়িত্ব হিসেবে আখ্যায়িত করেছেন বক্তারা। দাবি তুলেছেন ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার।


সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. গোলাম সামদানী ফকিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী প্রফেসর ড. অরুপ রতন চৌধুরী।


বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ ও ছাত্র-বিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লে. জে. মো. মইনুল ইসলাম (অব.) প্রমুখ।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. অরুপ রতন চৌধুরী মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনন্য অবদান তুলে ধরেন। ভিসি ড. গোলাম সামদানী ফকির স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে সত্যিকারের দেশপ্রেমিক হতে ধূমপান ও মাদকমুক্ত জীবন গড়ার ওপর গুরুত্বারোপ করেন।


প্রো-ভিসি প্রফেসর ড. মো. ফৈয়াজ খান বলেন, জঙ্গীবাদ মোকাবিলা করাই হবে এবারের স্বাধীনতা দিবসের প্রত্যয়। কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে বলেন। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার প্রস্তাব তোলেন রেজিস্ট্রার মইনুল ইসলাম। পাশাপাশি দেশের রাজনীতিতে সাম্প্রদায়িকের সীলমোহর লাগিয়ে দাবনীয় কর্মকাণ্ড পরিচালনাকারীদের রুখে দেয়ার আহ্বান জানান তিনি।


সভা শেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত দেশত্ববোধক গান পরিবেশন করেন শিল্পী অরুপ রতন চৌধুরী।

 

ঢাকা, ২৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ