Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘গণহত্যার ভয়াবহতা বুঝেই যুদ্ধে নেমেছিলাম’

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭, ০৫:১০

 

লাইভ প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীক বলেছেন, '২৫ মার্চের গণহত্যার ভয়াবহতা বুঝেই যুদ্ধে নেমেছিলাম। প্রথমে একটি ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কাজে সহযোগিতা করতাম। এর পর আস্তে আস্তে অস্ত্র চালানো শিখি।

শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাত দিনব্যাপী 'মুক্তিসংগ্রাম নাট্যোৎসব ২০১৭' এর উদ্বোধনের সময়  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এভাবেই পাক হানাদার বাহিনীকে এ দেশ থেকে বিতাড়িত করেছি।' আমরা যদি দেশ স্বাধীন না করতাম তাহলে এখনো সেই শত্রুদের সঙ্গেই অমানুষের মত থাকতে হতো।'

বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নাট্যোৎসবের উদ্বোধন করেন তিনি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন খান আলমগীর এম.পি।
 
প্রধান অতিথির বক্তৃতায় মহিউদ্দিন খান বলেন, 'মুক্তিসংগ্রামের চেতনাবোধ এই বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে।'

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দীপু মনি এম.পি, সরকারি কর্মকমিশনের সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম, প্রো-ভিসি অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের প্রমুখ।

 

 

ঢাকা, ২৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ