Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে মুক্তিযুদ্ধের আর্ট ক্যাম্প ও স্মারক প্রদর্শনীর উদ্বোধন

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭, ০৩:০৮

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মুক্তি যুদ্ধের আর্ট ক্যাম্প ও স্মারক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে সপ্তাহ ব্যাপী ‘মুক্তি সংগ্রাম নাট্য উৎসব’ অংশ হিসেবে শিক্ষক কেন্দ্রের প্রাঙ্গণে এই উদ্বোধন করা হয়।

ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনী উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে ভিসি বলেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামে রাজনৈতিক নেতা কর্মীদের পাশাপাশি কৃষক শ্রমিক শিল্পী সাহিত্যিক কলা-কুশলীদের অবদান রয়েছে। এ সময় শিল্পী সমর জিৎ রায় চৌধুরী, ভাস্কর হামিদুজ্জামান, বীরেন সোম, দুলাল চন্দ্র গায়েন, আইভি জামান, গোপাল চন্দ্র ত্রিবেদী, চঞ্চল চৌধুরী, ড. আজহারুল ইসলাম সহ তরুণ প্রজন্মের শিল্পী ও কলা-কুশলী গণ উপস্থিত ছিলেন।

আজ বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় খেলার মাঠে ‘মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ শিরোনামে এ উৎসব উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ড. মহিউদ্দিন খান আলমগীর এম.পি, ডা. দীপু মনি এম.পি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম.পি, সিমিন হোসেন রিমি এম.পি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ।

উৎসবের অন্যান্য দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উৎসবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫৪ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

 

ঢাকা, ২৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ