Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘২৫ মার্চ হত্যাকাণ্ড ছিল জাতি-বিদ্বেষী নিষ্ঠুর গণহত্যা’

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৭, ২১:১৬

লাইভ প্রতিবেদক: গণহত্যা দিবস স্মরণে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ টি ইমাম।


আলোচক ছিলেন দৈনিক জনকণ্ঠে’র নির্বাহী সম্পাদক জনাব স্বদেশ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কবি ড. মুহাম্মদ সামাদ।


প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, “২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যাকা- ছিল চরম নিষ্ঠুর ও জাতি-বিদ্বেষী গণহত্যা। এক রাতেই ঢাকা শহরে কমপক্ষে ১০ হাজার লোককে হত্যা করা হয়, বিভিন্ন বস্তি, ঘর-বাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ করে ভস্মীভূত করা হয়। যে-কোনো সংজ্ঞা বিচারে ২৫ মার্চ হত্যাকাণ্ড ছিল জাতি-বিদ্বেষী নিষ্ঠুর গণহত্যা।”


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মো: আসলাম ভূঁইয়া ও ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু এবং কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ উপস্থিত ছিলেন।


শুরুতে ২৫ মার্চ ও তৎপরবর্তী গণহত্যার ভিডিও প্রদর্শিত হয়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মোল্লা মাহফুজ আল-হোসেন। এ ছাড়া ৩০ লক্ষ শহীদের স্মরণে ক্যাম্পাসে প্রধান অতিথি ও অন্যান্যরা ৩০টি বৃক্ষের চারা রোপন করেন।


স্বদেশ রায় তাঁর আলোচনায় বলেন, “অপারেশন সার্চলাইট নামে ২৫ মার্চ রাত থেকে শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালি নিধন। মুক্তিযুদ্ধের ৯ মাসে তাদের হাতে ৩০ লক্ষ বাঙালি প্রাণ হারান, প্রায় ৩ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি ঘটে, লক্ষ লক্ষ ঘর-বাড়িতে আগুন দিয়ে তা ভস্মীভূত করা হয়, ১ কোটি মানুষ জীবনের শঙ্কা নিয়ে প্রতিবেশি রাষ্ট্র ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। পাকিস্তানি বাহিনীর হত্যাকা- ছিল নির্বিচার, জাতি ও ধর্ম বিদ্বেষী।”

 

ঢাকা, ২৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ