Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিএসএমএমইউ সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায়

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭, ২৩:২৮


লাইভ প্রতিবেদক: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।


সম্প্রতি স্পেনের সিমাগো রিসার্চ গ্রুপ পরিচালিত জরিপে শিক্ষা ও গবেষণায় সাফল্যের কারণে সেরা তালিকায় স্থান করে নেয় বিএসএমএমইউ।


শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক মতবিনিময় সভায় বিএসএমএমইউ ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান এ তথ্য জানান।


‘বাংলাদেশের মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষিত : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এই মতবিনিময় সভায় তিনি বলেন, বিশ্বের সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৪০তম হিসেবে স্থান পেয়েছে বিএসএমএমইউ।


ডিআরইউ সভাপতি শাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রতনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসএমএমইউ প্রক্টর প্রফেসর ডা. মো.হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার প্রফেসর ডা. এ বিএম আবদুল হান্নান, মানবসম্পদ উন্নয়ন পরিচালক ডা. মো. জামালউদ্দিন খলিফা ও হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।


প্রফেসর ডা. কামরুল হাসান আরো বলেন, দায়িত্ব গ্রহণের দুই বছরে বস হিসেবে নয়, সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছি। দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়কে গতিশীল করতে চিকিৎসা, শিক্ষা ও গবেষণা- এ তিনটি কার্যক্রমের সঙ্গে জড়িত সবাইকে সম্মিলিতভাবে টিমওয়ার্ক হিসেবে কাজ করতে হয়।

গত দুই বছরে সবার সঙ্গে দফায় দফায় বৈঠক করে সকল কার্যক্রমকে নিয়মিত করতে সমর্থ হয়েছি। সবার সহযোগিতায় বিএসএমএমইউ ভিআইপি থেকে শুরু করে হতদরিদ্রদের আশা ভরসা কেন্দ্রস্থল হিসেবে আস্থা অর্জন করছে।

 

ঢাকা, ২৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ