Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৫৪ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিবে জাবি

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭, ২১:৫৫

জাবি লাইভ: বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫৪ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ।

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মরণোত্তর ‘স্মারক সম্মাননা’ পাচ্ছেন- মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, নাট্যাচার্য সেলিম আল দীন, আব্দুল্লাহ আল মামুন, কবি সৈয়দ শামসুল হক, শহীদ জননী জাহানারা ইমাম, অভিনেতা হুমায়ুন ফরিদী ও মিশুক মুনির প্রমুখ।

এছাড়াও তারামন বিবি বীর প্রতীক, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, ড. মহিউদ্দীন খান আলমগীর, এবাদুল করিম বুলবুল, ডা. দীপু মনি এমপি, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন, চিত্রশিল্পী হাশেম খান, তাজউদ্দিন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি, ভাস্কর জাহানারা পারভীন, গাজী গোলাম দস্তগীর গাজী এমপি, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, অভিনয় ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ৫৪ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

‘মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ এ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সপ্তাহব্যাপী ‘মুক্তিসংগ্রাম নাট্যোৎসবের’ আয়োজন করেছে। এ উৎসব থেকে এসব গুণীজন ব্যক্তিদেরকে সম্মাননা প্রধান করা হবে। সপ্তাহব্যাপী এ নাট্য উৎসবে যথাক্রমে নাটক কালরাত্রি, পায়ের আওয়াজ পাওয়া যায়, সময়ের প্রয়োজনে, নটপালা, মৃত্যুপাখি ও জেরা বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে মঞ্চস্ত হবে।

 

ঢাকা, ২৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ