Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবি’তে এরশাদের জন্মদিন পালন করলো নিষিদ্ধ ছাত্র সমাজ

প্রকাশিত: ২১ মার্চ ২০১৭, ২২:৩২


ঢাবি লাইভ: সকলের অজান্তে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের ৮৭তম জন্মদিন উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন জাতীয় ছাত্র সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেক কাটার ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি সকলের নজরে আসে।

সোমবার (২০ মার্চ) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ১৫-২০ জন নেতাকর্মী এ কেক কাটেন।

ঢাবি শাখার সদস্য সচিব নকিবুল হাসান নিলয়ের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ঢাবি শাখার আহ্বায়ক আব্দুর রহমান রোহান, যুগ্মআহ্বায়ক সাওগাতুল ইসলাম হিমেল, মাহমুদুল হাসান বাপ্পী, আকাশ রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুর ক্যান্টিনের পরিচালক অরুণ দে ক্যাম্পাসলাইভকে বলেন, বৃষ্টি হওয়ার কারণে তখন অন্যান্য ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে ছিল না। যার ফলে তারা এ সুযোগে বিকেল ৩টার দিকে এরশাদের জন্মদিন পালন করা হয়। এসময় আমি নিজেও উপস্থিত ছিলাম না।

ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাস বলেন, আমরা এর আগেও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কখনো স্বৈরাচার ধারণ করে না। তাদের কেক কাটার বিষয়টি নিন্দনীয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. এ এম আমজাদ অন্যান্য ছাত্র সংগঠনের উপর দোষ চাপিয়ে দিয়ে বলেন, মধুর ক্যান্টিনে নিষিদ্ধ সংগঠনটি জন্মদিন পালন করলো, সেখানে ছাত্রলীগ এবং বামছাত্র সংগঠনগুলো কোথায় ছিল?

এরশাদের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১৯৯০ সাল থেকে নিষিদ্ধ। তারা ক্যাম্পাসে কোনো কর্মসূচির অনুমতি পাবে না। যারা জন্মদিন পালন করেছে তাদের ব্যাপারে খোঁজন খবর নেওয়া হচ্ছে।

 

ঢাকা, ২১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ