Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবি সাদা দলের চুড়ান্ত হলো আহ্বায়ক কমিটি

প্রকাশিত: ২১ মার্চ ২০১৭, ০৫:০২


ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  সাদা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন এই কমিটি গঠন করে। সোমবার বিকেলে এক বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়।
 
নতুন কমিটির আহ্বায়ক হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মো. আখতার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফার্মেসি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আব্দুর রশিদ ও ঢাবির সিনেট সদস্য এবং মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোর্শেদ হাসান খান।
 
সাদা দলের সদ্য বিদায়ী আহ্বায়ক প্রফেসর ড. সিরাজুল ইসলাম ক্যাম্পাসলাইভকে জানান, আজ রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে নতুন আহ্বায়ক কমিটি সাক্ষাৎ করবেন।
 
বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক লাউঞ্জে প্রায় দুই ঘণ্টাব্যাপী সাদা দলের এক সভা হয়। এতে সভাপতিত্ব করেন সাদা দলের সদ্য সাবেক আহ্বায়ক প্রফেসর ড. সিরাজুল ইসলাম।
 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক প্রফেসর ড. সদরুল আমিন, প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, ড. সুকোমল বড়ুয়া, প্রফেসর ড. মামুন আহমেদ, প্রফেসর মো. লুৎফর রহমান, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ড. মো. মোশাররফ হোসেন ভূইয়া, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান।
 
ড. মোহাম্মদ হাসানুজ্জামান, ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী, প্রফেসর মো. মোহেদী হাসান খান, রাশিদ মাহমুদ, মো. আলমগীর হোসেন, এএএম কাওসার হাসান, ড. এএসম সালাহউদ্দিন, দেবাশীষ পাল, ইসরাফিল রতন প্রামাণিক, ড. মো. জসিম উদ্দিন, শাহ শামীম আহমেদ, ড. দিলীপ কুমার বড়ুয়া, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, আফরিন চৌধুরী, প্রফেসর মো. মাহফুজুল হক, মো. নূরুল আমিনসহ প্রায় শতাধিক শিক্ষক।
 
 
ঢাকা, ২০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ