Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যৌন নিপীড়নের বিচার চেয়ে জাবি ছাত্র ফ্রন্টের বিবৃতি

প্রকাশিত: ২১ মার্চ ২০১৭, ০০:১৯

জাবি লাইভ: নাটক ও নাট্যতত্ব বিভাগের ছাত্রীকে যৌন নিপীড়নের যে অভিযোগ উঠেছে তার দ্রুত সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তকে বিচারের সম্মুখীন করার দাবি জানিয়ে এক বিবৃতি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বিবৃতিতে ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মাশুক হেলাল অনিক ও সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ে এহেন ঘটনা মানা যায় না। যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মানিকসহ বিভিন্ন যৌন নিপীড়কদের বিরুদ্ধে লড়াই করে ক্যাম্পাসে নারীর অবাধ চলাচল নিশ্চিত করেছে, নারীকে মানুষ হিসেবে দেখার, তাকে মানুষ হিসেবে সম্মান করবার দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত করেছে, সেখানে এই ধরনের ঘটনা ভয়াল মানষিক বিকৃতির পরিচায়ক।

আর এই মানষিক বিকৃতি মোটেও কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বছরের পর বছর ধরে হলে হলে গেস্টরুম সিটিং কিংবা র‍্যাগিং এর মধ্য দিয়ে নারী সম্পর্কে অশালীন দৃষ্টিভঙ্গি অনুশীলন করানো হয় এটা তারই একটি বহিঃপ্রকাশ।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,জাবি শাখা দাবি জানাচ্ছে ,এই ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অতিসত্বর অপরাধীকে শাস্তির আওতায় আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। এবং এই ধরনের মানষিকতাকে উৎসাহিত করে যেসব অনুশীলন বিশেষ করে হলে হলে র‍্যাগিং বন্ধের জন্য অবিলম্বে কার্যকরি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় তীব্র ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই অন্যায় প্রতিহত করা হবে।

 

ঢাকা, ২০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ