Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এডিনবার্গ এ্যাওয়ার্ড পেলেন ঢাবি’র ৩৭ শিক্ষার্থী

প্রকাশিত: ২০ মার্চ ২০১৭, ০৩:৫৯




ঢাবি লাইভ: সহ-শিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের ৩৭জন কৃতী শিক্ষার্থীকে “দি ডিউক অব এডিনবার্গস ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড” প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩জন সিলভার এ্যাওয়ার্ড এবং ৩৪জন ব্রোঞ্জ এ্যাওয়ার্ড লাভ করেন।


রোববার ১৯ মার্চ ভিসি লাউঞ্জে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিউক অব এডিনবার্গ এ্যাওয়ার্ড ফাউন্ডেশনের জাতীয় পরিচালক অধ্যাপক ড. খোন্দকার মোহাম্মদ শরিফুল হুদা ও নির্বাহী কমিটির চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, সুনাগরিক হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা  কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।

 

ঢাকা, ১৯ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ