Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৭, ২১:২৯


লাইভ প্রতিবেদক: পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।


রোববার বেলা ১১ টায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা প্রথমে নিউ মার্কেটের সামনের সড়ক অবরোধ করেন। পরে তারা সায়েন্স ল্যাবরেটরির সামনে সড়ক অবরোধ করেন।


নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান ক্যাম্পাসলাইভকে জানান, ঢাকা কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা মিছিল করেছেন। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তখন নিউ মার্কেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।


এর আগে একই দাবিতে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাবেশ, মানবন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শতাধিক শিক্ষার্থী।


আন্দোলন কর্মসূচিতে অংশ নেয়া এক শিক্ষার্থী জানায়, ঢাকা কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য যেসকল অবকাঠামো প্রয়োজন তার সকল অবকাঠামোই আমাদের ক্যাম্পাসে রয়েছে। কলেজের সকল শিক্ষার্থীর দাবি এ কলেজকে যেন বিশ্ববিদ্যালয় করা হয়।

আগামীকাল সোমবার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এছাড়াও আন্দোলন বেগমান করার জন্য আরো কর্মসূচি গ্রহণ করা হবে।  

 

ঢাকা, ১৯ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ