Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘জীবনের সব পর্যায়ে মানুষের সেবা করেছেন বঙ্গবন্ধু’

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৭, ২১:১১

 

লাইভ প্রতিবেদক: একটি উন্নত-সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ উপায় হল- দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো। তাছাড়া কৈশর থেকে ছাত্রজীবন হয়ে রাষ্ট্রনায়ক- জীবনের সব পর্যায়েই তিনি সাধারণ মানুষের সেবা করেছেন।


শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফৈয়াজ খান, ট্রেজারার ও ছাত্র বিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ্, রেজিস্ট্রার লে. জে. মো. মইনুল ইসলাম (অব.), অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী ও অধ্যাপক ড.  মো. ফাইজুর রহমান।


সভায় প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন রিমি বলেন, বঙ্গবন্ধু একটি উন্নত-সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ উপায় হল- দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো।


উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই আন্দোলন-সংগ্রাম, যা থেকে স্বাধীন বাংলাদেশ। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের নেতা। ছাত্রজীবন থেকে শুরু করে রাষ্ট্রনায়ক- সব পর্যায়েই মানুষের সেবা করে গেছেন তিনি।


উপ-উপাচার্য অধ্যাপক ড. ফৈয়াজ খান বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা, আধুনিক জাতীয়তাবাদী নেতা। যদিও ইতিহাসের নির্মম পরিহাস, আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারিনি। জন্মদিনে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।


ট্রেজারার ও ছাত্র বিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ্ জন্মদিনে বঙ্গবন্ধুকে বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন। তিনি বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শেখ মুজিবুর রহমানের তেজোদীপ্ত এই ভাষণেই গোটা জাতি যুদ্ধে ঝাপিয়ে পড়ে। সেখান থেকেই বাঙালী ও বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম।
এর আগে জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশত শিশুর অংশগ্রহণে আয়োজনে বিজয়ী মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।

 

ঢাকা, ১৭ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ