Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাংবাদিকের উপর হামলার নিন্দা ও বিচার দাবি জাবিসাস’র

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৭, ০১:৪১


জাবি লাইভ: গত সোমবার মধ্য রাতে সংবাদ সংগ্রহ করার সময় বার্তা সংস্থা ইউএনবির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরান হোসেনের উপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সভাপতি মওদুদ আহম্মেদ সুজন এবং সাধারণ সম্পাদক শরীফুল কবীর শামীম।


বৃহস্পতিবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন, ঘটনা সম্পর্কে আমরা খোঁজ-খবর নিয়ে জেনেছি যে, ‘বিজয় একাত্তর’ হলে সংবাদ সংগ্রহ শেষে রাত তিনটার দিকে নিজ কক্ষে ফেরার সময় অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে কতিপয় ছাত্রলীগ নেতাকর্মী মুখে কাপড় বেধে এসে লাইট বন্ধ করে হামলা চালায়। এতে ঘটনার শিকার আমাদের ঐ সহকর্মী সাংবাদিক অজ্ঞান হয়ে পড়েন।


এই ঘটনা অত্যন্ত দু:খজনক। এটা মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। জাবিসাস এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।


সংশ্লিষ্ট আবাসিক হলে রাজনৈতিক সংগঠনের কর্মীদের সিট দখল বিষয়ে সংবাদ সংগ্রহ করার জন্যই অন্যদের সাথে সংশ্লিষ্ট সাংবাদিক ঐ হলে যান। এই হামলার কোন ব্যক্তিগত কারণ ছিল না। এই ধরণের ঘটনা নেতৃস্থানীয়দের ইন্ধন ছাড়া সম্ভব নয় বলে জাবিসাস মনে করে। সেই সাথে জাবিসাস ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রুত এই ঘটনার ইন্ধনদাতা ও জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।


জড়িতদের দ্রুত শাস্তির আওতায় না আনলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) সাংবাদিকদের কাজের স্বার্থেই ঢাবি সাংবাদিক সমিতি গৃহীত যে কোন কর্মসূচিতে পাশে থাকবে।

 

ঢাকা, ১৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ