Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্টামফোর্ডে মার্কেটিং ডে ১৮ মার্চ

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭, ২২:২৮



স্টামফোর্ড লাইভ: প্রথমবারের মত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের মার্কেটিং মেজরের আয়োজনে অনুষ্টিত হতে যাচ্ছে "মার্কেটিং ডে"। মার্কেটিং ডে এর ব্যানারে এবারের আয়োজনটি হবে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশরী ক্যাম্পাসে ১৮ই মার্চ, শনিবার।

প্রথমবারের মত আয়োজনটি হতে যাচ্ছে সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে,  আয়োজনের মূল থিম "আউট অফ দ্য বক্স"। দিনব্যাপী মার্কেটিং ডে নিয়ে আয়োজকরা দিলেন নানা ব্যাতিক্রমী তথ্য, এখন পর্যন্ত বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে খুব কম জায়গাতেই এরকম আয়োজন হয় বলে জানা গেল।

দিনের প্রথমভাগে বক্তব্য রাখবেন বিভাগের সম্মানীত শিক্ষকবৃন্দ। আয়োজকরা নিশ্চিত করেছেন বিবিএ'র সিদ্ধেশ্বরী ক্যাম্পাস কো-অর্ডিনেটর এবং এসোসিয়েট প্রফেসর নাঈম জালাল উদ্দিন আহমেদ অনুষ্টানে উপস্থিত থাকবেন। এরপর থাকবে দুজন অনুপ্রেরণাদায়ী মানুষের উপস্থিতি, যারা শোনাবেন আশার কথা, শোনাবেন দেশের মার্কেটিংয়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে। যারা হলেন টপ অফ মাইন্ডের মিডিয়া ডিরেক্টর ঝুমুর সৈয়দা এবং আমরাই বাংলাদেশের কো-ফাউন্ডার আরিফ আর হোসাইন।

দ্বিতীয় অংশে বিভাগের সবচেয়ে প্রাণবন্ত ব্যাচ ৫৪ এর আয়োজনে থাকছে দুটি প্রতিযোগীতা। ধানমন্ডি এবং সিদ্ধেশ্বরী দুটি ক্যাম্পাসেই যারা খুব শীঘ্রই মেজর নিতে যাচ্ছে তাদের সুবিধার জন্য। যা দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হবে। আরেকটি প্রতিযোগীতার তথ্য পাওয়া গেল ইভেন্ট পেইজে, বিভাগের ৫৬-৬৩ ব্যাচের শিক্ষার্থীরা একটি নতুন পণ্যের আইডয়া বের করবেন এবং অবশ্যই সেটা মার্কেটিংয়ের সাথে যুক্ত। দুটো প্রতিযোগীতাতেই মানসম্মত বিচারক প্যানেল থাকবেন বলে জানানো হয়েছে। সেরা তিনটি দলকে পুরষ্কারও প্রদান করা হবে আয়োজনশেষে।

বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের এসিসটেন্ট প্রক্টর আহসান কবির রুবেল বলেন, "আমি আশা করি দিনটি মার্কেটিং ডে বিজনেস এডমিনিষ্ট্রেশন বিভাগের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দিন হিসেবে আবির্ভূত হবে, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা পোগ্রামটিকে সফল করার জন্য কাজ করে যাচ্ছেন।মার্কেটিংয়ের স্মার্ট দুনিয়ায় স্বাগতম সবাইকে।"

 

ঢাকা, ১৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ