Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মাভাবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭, ২০:১৩



মাভাবিপ্রবি লাইভ: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের উদ্দ্যোগে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৭, ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।


এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উক্ত প্রগ্রামিং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।

এসময় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. পিনাকী দে, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. সাজ্জাদ ওয়াহিদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মখলেছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউর রহমান।

প্রতিযোগিতার শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন বলেন,  তথ্য প্রযুক্তির বিকাশ সাধনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, এই শিক্ষার্থীরাই একদিন নতুন নতুন সফট্ওয়ার আবিষ্কার করবে। কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ১০০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

 

ঢাকা, ১৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ