Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবি শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭, ০০:৪৮

 

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক অজিত কুমার মজুমদারকে স্বপদে বহাল রাখার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১ টায় শিক্ষার্থীরা তাদের স্মারকলিপি প্রদান করে।


এবং গত ১৪ই মার্চ অধ্যাপক অজিত কুমার মজুমদারের বিরুদ্ধে কর্মচারী সমিতির সভাপতির সাথে দুর্ব্যবহারের অভিযোগ তুলে তাকে পদত্যাগ করার জন্য দেয়া আলটিমেটাম তুলে নিয়েছে কর্মচারী সমিতি। এ বিষয়ে কর্মচারীর সমিতির সভাপতি বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির বিষয়ে আশ্বস্ত করেছে তাই আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করেছি।


এদিকে কর্মচারী সমিতির এই আল্টিমেটামকে অযৌক্তিক এবং অন্যায় দাবি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার বেলা একটার দিকে একটি মিছিল সহযোগে উপাচার্য বরাবর অধ্যাপক অজিত কুমার মজুমদারকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন “অধ্যাপক অজিত কুমার মজুমদার গ্রন্থাগারের দায়িত্বে আসার পর অন্য যে কোন সময়ের চেয়ে গ্রান্থাগারের অভূতপূর্ব উন্নতি হয়েছে। তাঁর সুষ্ঠু ব্যবস্থাপনায় এবং দায়িত্ব পালনের কারণে কর্মচারীরা তাঁর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে।

এদিকে কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ অস্বীকার করে অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, “তারা সম্পূর্ণ অন্যায় ভাবে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। প্রশাসনের নিকট কর্মচারী সমিতির বিরুদ্ধে আমি পাল্টা অভিযোগ করবো।”

 

ঢাকা, ১৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ