Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে ছাত্রলীগের তান্ডবের নিন্দা

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭, ০০:১৫

লাইভ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক গতকাল রাত বারটার দিকে বিজয় একাত্তর হলে  যমুনাব্লকের বিভিন্ন কক্ষ দখল করতে গিয়ে রাতভর তান্ডব চালিয়ে হলের শিক্ষার্থী ও বার্তা সংস্থাইউএনবি’র বিশ্ববিদ্যালয়ের রির্পোটার ইমরান হোসাইনকে মুখে গামছা বেঁধে নির্যাতন করায়এবং হলের আবাসিক শিক্ষকের ওপর চালানোর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশজাতীয়তাবাদী ছাত্রদ কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃআকরামুল হাসান।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ভয়ংকর দুসময় চলছে। নতজানুঢাবি ভিসি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ঢাকাবিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকেধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে বারবার কলুষিত করছে ছাত্রলীগ।ছাত্রলীগের অবমানবিক কর্মকান্ডের কারণে ঢাবি সহ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভয়ংকরভীতিকর আতংক চলছে।

নেতৃদ্বয়, বার্তা সংস্থা ইউএনবি’র বিশ্ববিদ্যালয়ের রির্পোটার ইমরান হোসাইন এর ওপরহামলার নিন্দা জানিয়ে বলেন যখনই সাংবাদিকেরা ছাত্রলীগের নানা অপরাধ, সন্ত্রাসী কার্যক্রম,শিক্ষার্থীদের ওপর নেমে আসা নির্যাতনের চিত্র তুলে ধরে সংবাদ করছেন তখনই তাদের ওপরআক্রমন করা হচ্ছে। কিন্তু কোনো রক্তচক্ষু কিংবা সমাজবিরোধী সন্ত্রাসীদের অপকর্মকে ভয়পায়নি সাংবাদিক সমাজ। গণমাধ্যম ও সংবাদকর্মীরা ভবিষ্যতেও ছাত্রলীগের যেকোনঅপতৎপরতাকে মোকাবেলা করে শিক্ষার্থীদের পাশে থেকে দায়িত্ব পালন করবেন।

নেতৃদ্বয়, অবিলম্ভে বিজয় একাত্তর হলে হামলার সাথে জড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলকশাস্তির দাবি জানিয়েছেন। তা না হলে ছাত্রলীগের একঘুয়েমী এবং নিষ্ঠুরতার কারনে ঢাকাবিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্ত-নিরাপদ ও সুখময় হয়ে উঠবে না এবং সমাধানহীন সংকটের জন্যতাদের দায়ী হতে হবে বলে হুশিয়ার করেদেন।

আরেক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণসম্পাদক আবুল বাশার সিদ্দিকী বিজয় একাত্তর হলে ছাত্রলীগের হামলার নিন্দা তীব্র নিন্দাজানিয়ে হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি জানান।

 

ঢাকা, ১৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ