Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আইইউবি’তে মনোমুগ্ধকর সেতার সন্ধ্যা

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৭, ২২:৫৩

আইইউবি লাইভ: প্রখ্যাত সেতার শিল্পী ইরশাদ খানের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সেতার সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল গত ১০ মার্চ ২০১৭ তারিখে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-র নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরা, ঢাকায়।

আইইউবি ও সাংস্কৃতিক সংগঠন সাধনা’র যৌথ উদ্যেগে আয়োজিত এই একক সেতার সন্ধ্যায় বিভিন্ন রাগ-রাগিনীর সুরে উপস্থিত শ্রোতাদের বিমোহিত করেন উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম ওস্তাদ ইমরাত খানের সন্তান ও ওস্তাদ বেলায়েত খানের উত্তরসূরি ইরশাদ খান। বর্তমানে কানাডায় বসবাসরত এই সঙ্গীতজ্ঞের সুরবাহার ও সেতার বাজানোয় খ্যাতি রয়েছে বিশ্বজোড়া। প্রায় দুই ঘন্টার এই আয়োজনে তিনি একে একে পরিবেশন করেন আলাপ-জোড়-ঝালা-ঝাঁপতালে রাগ ইয়ামেনি, খাম্বাজে দাদরা ও ভৈরবী রাগে ঠুমরি। সেতারের সুর-লহরির অপূর্ব সুর-মূর্ছনায় অভাবিত এক দৃশ্যপট তৈরি হয় আইইউবি মিলনায়তনে। ইরশাদ খানকে তবলায় সঙ্গ দেন রুদ্র নারায়ণ কল্যাণ। সেতার পরিবেশনা শেষে শিল্পীকে আইইউবি’র পক্ষ থেকে সম্মাননা জানানো হয় ।

ইরশাদ খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইএসটিসিডিটি’র চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সহ-আয়োজক সাধনা’র সভাপতি আলিমুর রহমান খানের হাতে স্মারক তুলে দেন আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী। ইরশাদ খানের সহযোগী রুদ্র নারায়ণ কল্যাণের হাতে স্মারক তুলে দেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি’র চেয়ারম্যান তৌহিদ সামাদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইইউবি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসিডেন্ট এমিরেটাস ড. এ মজিদ খান, আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অর্থ কমিটির চেয়ারম্যান এ কে আশরাফ উদ্দীন আহমেদ, আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ওয়াজিদ আলী খান পন্নী, ইএসটিসিডিটি’র সদস্য ডি পি বড়–য়া ও তানভীর মাদার, উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ ।


ঢাকা, ১৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ