Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার জন্য মানববন্ধন

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৭, ০৪:০১


জাবি লাইভ: ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে রোববার (১২ই মার্চ) বেলা বারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।


এতে ঐক্যমঞ্চের আহবায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, অপরিকল্পিত স্থাপনা নির্মাণের জন্য জাবির প্রাকৃতিক পরিবেশ আজ ক্ষতিগ্রস্ত এবং জীববৈচিত্র হুমকির মুখে। এভাবে প্রাকৃতিক পরিবেশবান্ধব ক্যাম্পাসের সৌন্দর্য ধবংস করার অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। তাই অচিরেই দীর্ঘ মেয়াদী স্থাপনা নির্মাণ পরিকল্পনা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবেশ রক্ষা করবে বলে আমরা আশা করি।

এসময় কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক শামীমা সুলতানা ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ঢাকা, ১২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ