Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১১ মার্চ ২০১৭, ০১:১২


 

ঢাবি লাইভ: আন্দোলনের হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। তারা মানববন্ধনের আয়োজনও করেছে। ‘অশ্লীল চিত্র’ প্রদর্শনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেসর ড. রিয়াজুল হকের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

জানাগেছে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনকারীদের অভিযোগ বিভাগের ‘জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট’ নামে কোর্সটির সঙ্গে প্রাসঙ্গিক হওয়া সত্তেও সান্ধ্যকালীন কোর্সে অধ্যয়নরত কতিপয় অনিয়মিত শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এ সিন্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষক রিয়াজুল হকের বিরুদ্ধে নেয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেন। একই সঙ্গে এর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত আইনে ব্যবস্থা নেয়ার দাবি করেন।

তারা বলেন, শিক্ষক রিয়াজুল হক গত ১০ বছর যাবৎ এ কোর্সটি নিয়ে থাকেন। কিন্তু কখনো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র-ছাত্রীরা অভিযোগ করেননি। কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে মেধার প্রতিযোগিতায় ভর্তি হতে পারেনি সান্ধ্যকালীন কোর্সের তারাই অভিযোগ করেছে। আমরা এ সিদ্ধান্তের প্রতিবাদ ও প্রত্যাহার দাবি করছি।

এ দিকে শিক্ষক রিয়াজুল হকের বিষয়গুলোকে ওই কোর্সের সঙ্গে প্রাসঙ্গিক বলে মনে করছেন জেন্ডার বিশেষজ্ঞরা। জেন্ডার বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সাদেকা হালিম মনে করেন, যে কন্টেন্টগুলো নিয়ে আপত্তি তোলা হয়েছে সেগুলো কোর্সের সঙ্গে প্রাসঙ্গিক এবং সামঞ্জস্যপূর্ণ।

সেখানে আপত্তির কিছু খুঁজে পাওয়া যায়নি। জেন্ডার বিষয়ক পাঠদানে এরকম প্রশ্ন তোলা হলে ভবিষ্যতে জেন্ডার স্টাডিজ সংকটে পড়বে। একই সঙ্গে নারীর অগ্রগতিতে বাঁধাও আসতে পারে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সতর্কতা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অশ্লীল ভিডিও প্রদর্শনের অভিযোগ এনে প্রফেসর রিয়াজুল হককে সাময়িক বহিষ্কার করা হয়। যদিও ভিডিওটি ওই কোর্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

 

ঢাকা, ১০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ