Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মৌলবাদ বিরোধী সমাবেশ ও বিজয় কনসার্ট করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ

প্রকাশিত: ৩১ ডিসেম্বার ২০২০, ১৭:২২

ঢা‌বি লাইভঃ গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ বিরোধী সমাবেশ এবং বিজয় কনসার্ট করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ এবং বিজয় কনসার্ট করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুনের সঞ্চালনায় উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, ভাস্কর শিল্পী রাশা, কবি সরদার ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, "একাত্তরের পরাজিত অপশক্তি দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। দেশের সকল মাদ্রাসায় জাতীয় সঙ্গীত বাজানো, জাতীয় পতাকা ওড়ানোর ব্যবস্থা করতে হবে। সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, "একাত্তরে পরাজিত পাকিস্তানী অপশক্তির দোসররাই সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে জেগো উঠেছে বাংলাদেশ।"

সমাবেশ শেষে ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বিজয় কনসার্টের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

ঢাকা, ৩১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআর//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ