Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে ঢাবির ৫ ছাত্রের চাঁদাবাজি, মামলা

প্রকাশিত: ১০ মার্চ ২০১৭, ০১:৪৪

ঢাবি লাইভ: আমি এস আই শাহ আলম। আপনার ভাতিজাকে বাঁচাতে চাইলে ৩ হাজার টাকা নিয়ে দেখা করেন। নইলে সমস্যা হবে। এমন আরও কিছু বাক্য বলে এভাবেই চাঁদা দাবী করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের ৫ জন আবাসিক ছাত্র। একদিন নয়। পর পর দুই দিন ফোন ও এসএমএসও করে। ওই টাকা দিয়ে যেতে বলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এ ক্ষেত্রে তারা দুইটি সেলফোন ব্যবহার করে।(০১৫২১৪৩৩৭০ ও ০১৯১১২৯৬৩৯৩)

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্র ও পুলিশ জানিয়েছে এরা ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে প্রায়ই এধরনের ঘটনা ঘটাচ্ছে। পরে নানান তদবীর করে ছাড়াও পেয়ে যাচ্ছে। ৫ মার্চ এ ঘটনার বিস্তারিত জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মো. সরওয়ার।

অভিযোগকারী একই হলের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরানের চাচা। ইমরান এর আগের দিন শিবির সন্দেহে ছাত্রলীগের মারধরের শিকার হয়ে হল ছাড়তে বাধ্য হয়েছিলেন।


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগপত্রে সরওয়ার দাবি করেন, ৪ মার্চ সূর্যসেন হল থেকে তার ভাতিজাকে আঞ্চলিকতার জের ধরে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করে এবং জামা-কাপড়, বইপত্র ও সার্টিফিকেট কেড়ে নেয়।

polll

পরবর্তীতে ইমরানের বন্ধুদের কাছ থেকে খবর শুনে তিনি খোঁজখবর নিতে আসেন। এর কিছুক্ষণ পর এসআই শাহ আলম পরিচয় দিয়ে  (০১৫২১৪৩৩৭০ ও ০১৯১১২৯৬৩৯৩) তার কাছ থেকে ৩০০০ টাকা দাবি করে তার ভাতিজাকে ছাড়িয়ে নেয়ার জন্য।

পরদিন বেলা ১১টায় আবার ফোন এবং এসএমএস পাঠিয়ে শহীদ মিনার এলাকায় আসতে বলে। পুলিশ ভেবে সরওয়ার সেখানে পৌঁছা মাত্র ভূয়া পুলিশ পরিচয় দিয়ে সূর্যসেন হলের ২০৪ নম্বর কক্ষে অবস্থানকারী সৈয়দ শরিফুল ইসলাম শফুর নেতৃত্বে সনেট, আসলাম, রাজু ও রিয়েল তার কাছে থাকা সাড়ে ১৪ হাজার টাকা, একটি মানিব্যাগ, একটি মোবাইল, আইডি কার্ড এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিনিয়ে নেয় ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। বেশি কিছু করলে তাকে ও তার ভাতিজা ইমরানকে মেরে ফেলার হুমকিও দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযুক্ত শরিফুল ইসলাম শফু বলেন, কারো সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। ইমরান হচ্ছে চিহ্নিত শিবির। যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। তাকে শাহবাগ থানায় সোর্পদও করা হয়েছে। তাছাড়া তার চাচার নম্বর আমি কোথা থেকে পাবো। 

 

ঢাকা, ০৯ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ