Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হল ছাড়ছ, দেখব ক্যাম্পাসে কীভাবে থাক : ঢাবি ছাত্রীকে হুমকি!

প্রকাশিত: ৯ মার্চ ২০১৭, ০৩:৫২

ঢাবি লাইভ : হল ছেড়ে যাচ্ছ ভালো কথা। দেখব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিভাবে তুমি ভালো থাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে দিতে চাওয়ায় এক ছাত্রীকে এভাবেই হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।


বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এমনকি ওই ছাত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে। টাকা না দিতে পারায় ভুক্তভোগী ওই ছাত্রীর পে-ইন স্লিপের ফটোকপি এবং এক কপি ছবি রেখে দেয়া হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর নাম নুসরাত আঁখি। তিনি বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

নুসরাত জানান, গত ৬ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেত্রী রওনক জাহানের সহায়তায় হলের ১১৯ নম্বর কক্ষে ওঠেন। কিন্তু হলের পরিবেশ ভালো না লাগায় ওই দিনই হল ছাড়তে চান তিনি। বিষয়টি অবগত হওয়ার পর ছাত্রলীগ নেত্রী রওনক জাহান তাকে এক সপ্তাহ হলে কষ্ট করে থাকতে বলেন। সব কিছু এক সপ্তাহের মধ্যে ভালো লাগবে বলে আশ্বস্ত করেন। কিন্তু ভালো না লাগায় হল ছাড়ার ইচ্ছে পোষণ করলে তাকে হল ছাড়তে দেয়া হয়নি।

সর্বশেষ বুধবার নুসরাতকে হল ছাড়ার অনুমতি দেন ছাত্রলীগ নেত্রী রওনক। তবে এতো দিন হলে থাকায় ৫ হাজার টাকা নেত্রীকে দিতে হবে বলে শর্ত জুড়ে দেয়া হয়। টাকা দিতে না পারায় হল থেকে বের হওয়ার সময় তাকে আটকে রাখা হয়। এসময় চাপের মুখে দরখাস্ত লেখতে বাধ্য হন নুসরাত। পরে নেত্রী ওই ছাত্রীর পে-ইন স্লিপের ফটোকপি ও এক কপি ছবি রেখে দিয়ে বলেন, তুমি হল ছাড়ছ ঠিক আছে, তবে ক্যাম্পাসে তো থাকবা। দেখব তুমি কীভাবে ভালো থাক। আর যেকোনো কাজে তোমাকে হলে আসতে হবে মনে রেখ। একপর্যায়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কানে আসলে ভুক্তভোগীকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনক জাহান সাংবাদিকদের বলেন, আমি তাকে প্রভোস্ট বরাবর অ্যাপ্লিকেশন লিখতে বলেছি যে, সে এতদিন হলে ছিল এবং বর্তমানে সে হলে থাকতে চাচ্ছে না। ওই ছাত্রীর কাছে আমি কোন চাঁদা চাইনি।



ঢাকা, ০৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ