Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

টিটিআইতে জাতীয় পাট দিবস উদযাপিত

প্রকাশিত: ৭ মার্চ ২০১৭, ০৩:০২

 

 

টিটিআই লাইভ: "সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটে (টিটিআই) জুট টেকনোলজি কোর্সের আয়োজনে 'জাতীয় পাট দিবস-২০১৭' উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৬ মার্চ) সকালে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় রসায়ন বিভাগ প্রধান মোহাম্মদ আলী, টেকনিক্যাল বিভাগ প্রধান প্রদীপ চন্দ্র ঘোষ, ফেব্রিক ডিপার্টমেন্ট প্রধান সেলিম বাদশাসহ সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। এসময় বক্তারা পাটের সুদিন ফিরিয়ে আনার প্রত্যয়ে পাটের বিভিন্ন গুরুত্বের কথা তুলে ধরেন। তাছাড়া ক্যাম্পাসের একাডেমিক ভবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ জানুয়ারি মন্ত্রিসভা প্রতিবছর ৬ মার্চ "জাতীয় পাট দিবস" পালনের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করে। এরপর ৬ ফেব্রুয়ারি এ বিষয়ে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।


পাটের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরতে প্রথমবারের মতো সারাদেশে পালিত হচ্ছে 'জাতীয় পাট দিবস'।

 

ঢাকা, ০৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ