Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নর্থসাউথ শিক্ষার্থীদের বিরুদ্ধে কোন মামলা নয়, সমঝোতা

প্রকাশিত: ৫ মার্চ ২০১৭, ১৫:৫৪

লাইভ প্রতিবেদক : নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর বিরুদ্ধে কোন মামলা হবে না। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না। বিশ্ববিদ্যালয়টির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো সংবাদ, নিবন্ধ ও সম্পাদকীয় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন সংবাদমাধ্যমগুলো প্রকাশ করবে না বলে সমঝোতা হয়েছে। এমন কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপত্তারক্ষীদের হাতে নর্থসাউথের এক ছাত্র আহত হওয়ার পর তার সহকর্মীদের বিক্ষোভ নিয়ে সংবাদ প্রকাশে বাংলাদেশের শীর্ষস্থানীয় এই শিল্পপ্রতিষ্ঠানের মালিকানায় থাকা রেডিও, টেলিভিশন, নিউজ ওয়েবসাইট ও কয়েকটি দৈনিক পত্রিকায় ‘অপপ্রচার’ চালানোর অভিযোগ উঠেছে।

ওই প্রেক্ষাপটে শনিবার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভিসির দপ্তর থেকে জারি করা বিশেষ সার্কুলারে বলা হয়, নর্থসাউথ ও বসুন্ধরা গ্রুপের মধ্যে মৌখিক সমঝোতা অনুযায়ী-

আহত শিক্ষার্থী শাহরিয়ার হাসনাত তপুর চিকিৎসার পুরো খরচ বসুন্ধরা গ্রুপ দেবে। তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন হলে তার খরচও তারা দেবে।  

বসুন্ধরা গ্রুপ ও এর সংশ্লিষ্ট মিডিয়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নর্থসাউথের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো সংবাদ-নিবন্ধ ও সম্পাদকীয় প্রকাশ করবে না।

বসুন্ধরা গ্রুপ ও এর সংশ্লিষ্টদের বিরুদ্ধে নর্থসাউথের শিক্ষার্থীরা কোনো মানববন্ধন, সমাবেশ বা বিক্ষোভ করবে না।

বুধবার থেকে যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে কোনো পক্ষ মামলা করবে না।

বসুন্ধরা গ্রুপ সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রচার করা অভিযোগের ভিত্তিতে নর্থসাউথের কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে ‘আইন-শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নেবে না’।

উল্লেখ্য, বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফটকের সামনে মটরসাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটির মধ্যে নর্থসাউথের বিবিএ’র ষষ্ঠ সেমিস্টারের ছাত্র তপুকে পিটিয়ে আহত করে নিরাপত্তারক্ষীরা।

ওই ঘটনার পর গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পরদিন বসুন্ধরা এলাকায় ছাত্রদের বিক্ষোভের মধ্যে ভাংচুরের ঘটনা ঘটে।

এ নিয়ে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন মিডিয়ায় বিক্ষোভ-ভাংচুরে অংশ নেওয়াদের ‘জঙ্গি’ বলে আখ্যায়িত করা হয়। ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।


ঢাকা, ০৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ