Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির শিক্ষার্থী সাদিকশা ঢাকাল যে আনন্দ বয়ে বেড়াচ্ছেন

প্রকাশিত: ৫ মার্চ ২০১৭, ০২:১৩

 

ঢাবি লাইভ: সমাবর্তন। তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন। দেশী- বিদেমী অনেকেই আমন্ত্রিত হয়েছেন। এসেছেন বেশ কয়েকজন। আনন্দ আর উৎসাহের কমতি ছিলনা। এমনি একটি ঘটনা নেপালী এক শিক্ষার্থীকে ঘিরে। অনুষ্ঠানে অংশ নিয়ে গ্র্যাজুয়েট হওয়ার স্বীকৃতি পাচ্ছেন বোন। আর ভাই সেই অনুষ্ঠানে থাকবেন না তা কী করে হয়।

বোনের সাফল্যে উচ্ছ্বসিত ভাই নেপাল থেকে উড়ে এলেন ঢাকায়। এসেই যোগ দিয়েছেন বোনের সমাবর্তনের আয়োজনে। কোন ক্লান্তি নেই। নেই কোন দুশ্চিন্তা।

বোন সাদিকশা ঢাকাল-এর সমাবর্তন আনন্দ বাড়িয়ে দিতে ঢাকায় ছুটে আসা তার। আদরের ছোট বোন বলে কথা। উড়ে আসা ভাইয়ের নাম হলো দীনেশ নিউপানে।

সংক্ষিপ্ত আলাপচারিতায় দীনেশ নিউপানে ক্যাম্পাসলাইভকে জানালেন, ‘আমি বোনরে সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ছুটে এসেছি। আমার একমাত্র বোন। নেপাল থেকে এসেই প্রস্তুতি নিয়েছি। অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত। অনুষ্ঠান শেষে আবারো নেপাল ফিরে যাবো।’


বড় ভাই দীনেশকে পেয়ে উচ্ছ্বসিত বোন সাদিকশা ঢাকাল। তিনি ক্যাম্পাসলাইভকে বলেন, আমার সত্যি আনন্দটা একটু বেশীই লাগছে। ‘আপন কাউকে দেখলে কার না ভালো লাগে। আমার এই আনন্দের দিনে ভাইয়াকে কাছে পেয়ে আরও ভাল লাগছে। তার উৎসাহেই আমি এদেশে পড়ছি।

শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে সমাবর্তনের অনুষ্ঠান শুরু হয়। এরপর কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও-এর প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলর অধ্যাপক অমিত চাকমাকে সম্মানসূচক ড. অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হয়।

ঢাবির এবারের সমাবর্তনে বিভিন্ন অনুষদের ডিনদের সুপারিশে ৬১ জনকে পিএইচডি, ৪৩ জনকে এম.ফিল. এবং ১৭ হাজার ৮৭৫ জনকে গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে। দেয়া হবে ৯৪টি স্বর্ণপদক।

 

ঢাকা, ০৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ