Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘পুলিশের গাড়ি’ থেকে নেমে ঢাবি ছাত্রের টাকা মোবাইল ছিনতাই

প্রকাশিত: ৪ মার্চ ২০১৭, ১৬:৫৬

লাইভ প্রতিবেদক : ‘পুলিশের গাড়ি’ থেকে নেমে ঢাকা শ্বিবিদ্যালয়ের এক ছাত্রের টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বঙ্গবাজার মোড়ে ওই ঘটনা ঘটেছে। মেসের বাজার করতে যাওয়ার পথে শুক্রবার সকালে ‘পুলিশ কর্মকর্তার’ হাতে ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ করেছেন জগন্নাথ হলের ওই ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ওই ছাত্র শুভ রায়ের অভিযোগ, ‘বাংলাদেশ পুলিশ’ লেখা গাড়ি থেকে নেমে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তার কাছ থেকে ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন।

জগন্নাথ হলের ‘তৃপ্তি আমিষ’ মেসের ম্যানেজার শুভ বলেন, মেসের বাজার করার জন্য আমি ও মেসের কর্মচারি ভ্যানে চড়ে কাপ্তান বাজারে যাচ্ছিলাম। কবি সুফিয়া কামাল হল পেরিয়ে বঙ্গবাজার মোড়ে ঢুকতেই ‘বাংলাদেশ পুলিশ’ লেখা একটি জিপ গাড়ি পেছনে থেকে এসে ভ্যানের সামনে দাঁড়ায়। এসময় পুলিশের পোশাক পরা একজন আমাকে জিজ্ঞাসা করে, এত রাতে ভ্যানে তুই কোথায় যাস? তোর কাছে কী আছে? এই কথা বলার সাথে সাথে আমার পকেটে হাত দিয়ে বাজারের ২৫ হাজার টাকা এবং মোবাইল ফোনটি নিয়ে নেয়। এ সময় নিজের পরিচয় দিলে ওই ব্যক্তি গাড়িতে উঠে পুলিশ সদরদপ্তরের দিকে যায়। গাড়ির  চালকও পুলিশের পোশাক পরা ছিলেন বলে দাবি করেছেন তিনি।

ওই ঘটনার পর সুফিয়া কামাল হলের পাশে তিনজন পুলিশ সদস্যকে ছিনতাইয়ের ঘটনা বলার পর তারা কোনো পদক্ষেপ নেয়নি। এসময় পুলিশ সদস্যরা বলেন, আমরা মনে করেছিলাম আমাদের স্যার আপনাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। তাই এগিয়ে যাইনি।

এ বিষয়ে জগন্নাথ হলের প্রভোস্ট প্রফেসর অসীম সরকার বলেন, ছিনতাইয়ের বিষয়টি আমি শুনেছি।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।



ঢাকা, ০৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ