Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

প্রেমের নেশার বলি হলো সজিব!

প্রকাশিত: ৩ মার্চ ২০১৭, ০৫:০১

 

ফাহিম আহমেদ: কথায় বলে 'কান কথায় কান দিতে নেই'। কিন্ত কান দিলে যে বিরাট ক্ষতি হতে পারে এটা তো ভাবেনি সৌরভ। যা হবার তাই হলো। কান কথা শুনে কঠিন সিদ্ধান্ত নিল ওই সৌরভ। এর ফলে নিজ বন্ধুকে চাপাতি দিয়ে নিজেই কুপিয়ে হত্যা করেছে। এমন ঘটনাই ঘটেছে রাজধানীর মিরপুরে।

নিহত সজিবের পারিবারিক সূত্রে জানাগেছে একটি ভূল তথ্য জেনে খুন করা হয়েছে সজিবকে। তারা জানান, প্রেমিক নেশা করে। গাঁজা খায়। এ কথা চলে যায় প্রেমিকার কানে। আর এতে প্রেমিক সৌরভ সন্দেহ করে তারই বন্ধু আল আমিনকে। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে আল আমিনকে থাপ্পড় দেয় সৌরভ। অন্যদিকে মঙ্গলবার তাদেরই আরেক বন্ধু সজীব থাপ্পড় দেয়ার কারণ জানতে চায় সৌরভের কাছে। এনিয়ে দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে সৌরভ তার কাছে থাকা চাপাতি দিয়ে কোপ দেয় সজীবকে। মারাত্মক আহত হয় সজীব।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে হার মানে সজীব। গতকাল সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত সজীব মিরপুর হলি ক্রিসেন্ট স্কুলের নবম শ্রেণির অনিয়মিত ছাত্র ছিল।

নিহত সজীব কিশোরগঞ্জ থানা ও জেলা সদরের চৌদ্দশত এলাকার দরবারপুরের আবদুর রশিদের পুত্র। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সে সবার ছোট। তার চার মাস বয়সেই মা শামসুন নাহারের মৃত্যু হয়। ঢাকার শেওড়াপাড়ায় সে বোন সুমী আক্তারের বাসায় থাকতো।


ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। গলির কিছুটা ভেতরে সজীবের বোনের পশ্চিম শেওড়াপাড়া ১৭৮/১ নম্বর ভাড়া বাসা জ্যোতি ভিলায় আত্মীয়স্বজনদের শোকে ভারি হয়ে উঠে পরিবেশ। পুলিশ রুবেল নামে একজনকে আটক করেছে।

হত্যাকাণ্ডটির তদন্ত করছেন মিরপুর থানার এসআই রেজাউল করিম। তিনি আটক রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে উল্লেখ করে ক্যাম্পাসলাইভকে বলেন, সজীব, সৌরভ, রুবেল, আল আমিন, ইয়ামিন, ইমন পরস্পর পরস্পরের বন্ধু। সৌরভ মনি নামে একই এলাকায় বসবাসকারী এক মেয়েকে ভালোবাসে।

মনির ভাগ্নি জ্যোৎস্নাকে ভালোবাসে আল আমিন। আবার আল আমিন নিহত সজীবের বোনের দেবর। ঘটনার দু’দিন আগে হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজ গলির একটি মোড়ে দাঁড়িয়ে আল আমিন তার প্রেমিকা জ্যোৎস্নার সঙ্গে কথা বলছিল। সে সময় তার কাছে মোবাইলে ফোন দিয়ে সৌরভ গাঁজা চায়।

তখন সামনে থাকা জ্যোৎস্না তা জেনে যায়। কথা শেষে সেখান থেকে উভয়ে চলে যায়। পরে জ্যোৎস্না মনিকে বলে যে, তোর বয়ফ্রেন্ড সৌরভ আমার বয়ফ্রেন্ডের কাছে গাঁজা চাচ্ছে কেন। তোর বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ডকে নষ্ট করছে ইত্যাদি। এরপর মনি প্রেমিক সৌরভের কাছে জানতে চায় কেন তুমি আল আমিনের কাছে গাঁজা চেয়েছো।

তখন সৌরভ অপমানিত বোধ করে। এবং কার কাছে জেনেছে প্রেমিকার কাছে জানতে চায়। এর জবাবে মনি জ্যোৎস্নার কাছে শোনার কথা জানায়। এর জেরে ঘটনার দু’দিন আগে বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সৌরভ আল আমিনকে চড় মারে। পরে আল আমিনের ভাই ইয়ামিন ও সজীব তা জানতে পারে।

এরপর ঘটনার আগের দিন সৌরভের সঙ্গে সজীবের কথা কাটাকাটি হয়। এ নিয়ে সৌরভের মনে বন্ধুর প্রতি ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার দিন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তারা এ নিয়ে বাগবিতণ্ডায় একে অপরকে দোষারোপ করতে করতে গলি ধরে হাঁটতে থাকে।

এক পর্যায়ে চৌধুরী ভিলার সামনে আসতেই তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। পরে হাতাহাতিতে গড়ায়। এক পর্যায়ে সৌরভ কোমর থেকে চাপাতি বের করে সজীবের পিঠে কোপ দেয়। এরপর সে দ্বিতীয় কোপ প্রতিহত করতে গিয়ে হাত ফস্‌কে কেটে যায় গলার নিচের হাড়। এরপর রক্তে ভিজে যায় সজীব।

ঘটনার পর অন্য বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরপুরের একটি স্থানীয় হাসপাতালে নেয়। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে নেয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। তারপর মধ্যরাতের দিকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আল আমিন ক্যাম্পাসলাইভকে বলেন, শুনেছি আগেই সৌরভ মারার পরিকল্পনা করেছিল। রুবেল তা জানতো। কিন্তু সে ভয়ে আমাদের কাছে তা বলে নি বলে জানিয়েছে। মারামারিতে তার হাতের একটি আঙ্গুলের কিছু অংশও কেটে গেছে বলে জানিয়েছে আল আমিন।

ঢাকা, ০২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ