Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির দুই ছাত্রীকে যৌন নিপীড়নে চাকরি গেল শিক্ষকের

প্রকাশিত: ২ মার্চ ২০১৭, ০৬:৪৫

ঢাবি লাইভ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রীতে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষকের নাম প্রফেসর সাহাদাৎ হোসেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ জুন সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রী প্রফেসর সাহাদাতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। তখন ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতনবিরোধী সেলকে।
তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্ত চলাকালে তিনি জানিয়েছিলেন তিনি নির্দোষ। তাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরনের অভিযোগ করা হয়েছে। তার প্রফেশনাল অর্জনে অনেকেই ঈর্ষান্বিত। এ কারণে এমন অভিযোগ করা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। তবে তদন্ত কমিটি তার বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির প্রমাণ পায়। পরে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।



ঢাকা, ০২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ