Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নর্দান ভার্র্সিটির আইন অনুষদের গ্রাজুয়েশন সমাপনী

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৭, ০১:১৯

 

নর্দান লাইভ: নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ আইন অনুষদের এল এল বি (সম্মান) ও এল এল এম ডিগ্রী সমাপনী উপলক্ষে গ্রাজুয়েশন সমাপনী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, ভিসি প্রফেসর ড.আনোয়ার হোসেন, প্রো-ভিসি প্রফেসর ড. আনোয়ারুল করিম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের প্রবীন আইন শিক্ষাবিদ ও নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশের আইন অনুষদের ডীন প্রফেসর ড.এ.ডব্লিউ.এম আব্দুল হক ।

সুপ্রিম কোট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে আইনজীবীদের একটি জাতির সামাজিক প্রকৌশলী হিসেবে অভিহিত করে বলেন, আইনের ছাত্রছ্ত্রাীদেরকে আন্তর্জাতিক মানের আইন পেশায় নিয়োজিত হতে হবে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সমাজে আইনের শাষন প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠান শেষে গ্রাজুয়েটদের মাঝে ডিগ্রী প্রদান এবং একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ডিনারেরও ব্যবস্থা করা হয় ।

অন্যান্যেদের মধ্যে আইন বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা বিলকিসসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ