Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় প্রধান শিক্ষকসহ আহত ১২

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৭, ০০:১৯



 

গোপালগঞ্জ লাইভ: সন্ত্রাসীরা কোন বাঁধা মানে না। তারা স্থান কাল পাত্র বুঝে না। এরই অংশ হিসেবে গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় প্রধান শিক্ষকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান (৪২) তার ভাই সেন্টু শেখ (৪৫), রন্টু শেখ (৩৫), স্বজন হবুল শেখ (৪৫), মনির শেখ (২৩), দাউদ শেখসহ (৩৮) গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান ক্যাম্পাসলাইভকে জানান, শনিবার সকালে শিবপুর গ্রামের বাড়ি থেকে স্কুলের সহকারী শিক্ষক সঞ্জয় কুমার ওঝার মোটরসাইকেলে করে তিনি স্কুলে রওয়ানা দেন।

সকাল সাড়ে ৮টার দিকে তাদের মোটরসাইকেল শিবপুর ব্রিজে পৌঁছলে শিবপুর গ্রামের অব্দুর রশিদ গিরুর নেতৃত্বে ১০/১২ জন লোক তাদের গতি রোধ করে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারপিট করে।

এ খবর পেয়ে তার (প্রধান শিক্ষকের) ২ ভাই স্বজনদের সাথে নিয়ে শিবপুর ব্রিজের উদ্দেশ্যে রওনা দেন। ব্রিজে পৌঁছানোর আগেই পথে তাদের ওপর হামলা করে গিরুর লোকজন। এতে তিনিসহ অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানান ওই শিক্ষক।

অভিযুক্ত আব্দুর রশিদ গিরুর সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ক্যাম্পাসলাইভকে জানান, এ ব্যাপারে কোন পক্ষই এখনো থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান শিক্ষক মশিউর রহমানের ভাই রন্টু শেখ ক্যাম্পাসলাইভকে জানান, আমি গ্রামের বাড়িতে একটি ঘর নির্মাণ করছি। ৫/৬ দিন আগে এ ঘরের জন্য গোপালগঞ্জ থেকে এক ট্রাক বালু আমাদের গ্রামের বাড়িতে নেই। হেভি ট্রাক রাস্তায় চলাচল করায় রাস্তা দেবে যায়।

গিরু এ ট্রাক আটক করে ট্রাকের মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। ২ দিন আগে গিরু গোপালগঞ্জ শহরে আসলে ট্রাক মালিকের লোকজন গিরুকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে ১০ হাজার টাকা আদায় করে নেয়।

এ ঘটনার সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে এমন ধারণা করে গিরু তার লোকজন নিয়ে আমাদের উপর শনিবার দু’দফা হামলা করে। এ ব্যাপারে আমরা এখনো থানায় অভিযোগ দাখিল করিনি।

 

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ