Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

করোনায় মারা গেলেন কবি নজরুল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২০, ১৬:৩৮

কেএনজিসি লাইভঃ কবি নজরুল সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর মোসফিখা বেগম (অর্থনীতি), কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৬টা ৩৫ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। ২৪/৮ এ তিনি কোমায় চলে যান।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ জানান, ম্যাডামকে আমরা অল্প সময়ের জন্য উপাধ্যক্ষ হিসেবে পেয়েছিলাম। এর আগে তিনি ধামরাাই সরকারি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। তবে ঢাকার বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। আপার ছোটভাই মো. মোহসেন উদ্দিন পদার্থ বিদ্যার অধ্যাপক ও সম্প্রতি গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে সম্প্রতি অবসরে গেছেন।

তার স্বামী অতিরিক্ত এটর্নি জেনারেল ও মুক্তিযোদ্ধা জনাব সিমনও কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একই সাথে চিকিৎসাধীন ছিলেন। তিনি এখন সুস্হ।

তাঁর লাশ পারিবারিক গোরস্হানে দাফনের জন্য এখন শরীয়তপুরের নড়িয়া নেয়া হচ্ছে। তার মৃত্যুতে গভীর শোক এবং মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কবি নজরুল সরকারি কলেজ পরিবার ও শিক্ষা ক্যাডার পরিবার।

ঢাকা, ২৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ