Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গণ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার বুনিয়াদী কর্মশালা

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২০, ২৩:২৯

গবি লাইভঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) 'সাংবাদিকতার বুনিয়াদী' শীর্ষক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে অনলাইন মিটিং প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) আয়োজিত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ।

ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'প্রশাসনিক, একাডেমিক তথা ধরাবাধা নিয়মিত সংবাদের পাশাপাশি গবেষণা ভিত্তিক সংবাদে বেশি জোর দিতে হবে। রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থে নয় বরং নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।'

সাংবাদিকতার বর্তমান দুর্দশা তুলে ধরে তুষার আব্দুল্লাহ বলেন, 'সাংবাদিকতা এখন শুধু হলুদ সাংবাদিকতা নয় বরং রংধনু সাংবাদিকতায় পরিণত হয়েছে। তাই তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সচেতন হতে হবে। এটি চ্যালেঞ্জিং পেশা তাই টিকে থাকতে হলে দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরী। নইলে স্রোতে ভেসে যেতে হবে।'

কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতা ও টেলিভিশন সাংবাদিকতাসহ অন্যান্য শাখার মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়। প্রশিক্ষক তাঁর ব্যক্তিগত জীবনের নানাবিধ অভিজ্ঞতা থেকে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। আয়োজনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

ঘন্টাব্যাপী এ কর্মশালায় গবিসাসের সদস্য সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। করোনাকালীন সময়ে সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

ঢাকা, ২৬ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ