Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আম্ফানে ক্ষতিগ্রস্ত বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের পাশে ব্যারিস্টার নাঈম

প্রকাশিত: ৮ জুন ২০২০, ০২:৫৭

মো. ইকবাল হোসেন, বশেমুরবিপ্রবিঃ ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) খুলনা জেলার কয়রা উপজেলায় বসবাসরত শিক্ষার্থীরা নোনা পানিতে তলিয়ে গেছে। তারা ঘরবাড়ি সহ উপার্জনের শেষ সম্বলটুকু হারিয়ে অতি মানবেতর জীবন যাপন করছে।

দূর্যোগকালীন এ মূহুর্তে বিশ্ববিদ্যালয়ের এসব ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন গোপালগঞ্জের কৃতি সন্তান আওয়ামী-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

রোববার কয়রা উপজেলায় বসবাসরত বশেমুরবিপ্রবির ক্ষতিগ্রস্ত প্রায় ২২ টি পরিবারের মাঝে ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের দেয়া উপহার সামগ্রী বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েক জন মাঠকর্মি।

প্রতি পরিবারের জন্য এসময় চাউল ৮ কেজি, ডাল ১কেজি, পেয়াজ ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ কেজি, চিড়া ১ কেজি, মুড়ি ৫০০ গ্রাম, টোস্ট ২ প্যাকেট বড়, লবন ১ প্যাকেট সহ খাবার স্যালাইন সরবরাহ করা হয়।

উপহার সামগ্রী বিতরণ

 

এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, সারা বাংলার যুব সমাজের আইকন ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ভাইয়ের আর্থিক সাহায্য ও নির্দেশনায় আজ আমরা বিশ্ববিদ্যালয়ের কয়রাস্থ শিক্ষার্থীদের সাহায্যের জন্য উপহার সামগ্রী বিতরণ করেছি। ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ভাইয়ের আর্থিক সাহায্যে আমরা প্রায় ২২ টি পরিবারের মাঝে হাসি ফুটানোর চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ সব সময় মানবিক কাজে সামনের সারিতে ছিল। ইনশাআল্লাহ, আমাদের নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ভাইয়ের নির্দেশে এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সব সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন ইয়ামিন হোসেন, মেহেদী হাসান সুমন, মিকাইল হোসেন পিকু, আরাফাত ইসলাম, আদিব হাসান মারিজুল ইসলাম রোজ সহ বশেমুরবিপ্রবি ছাত্রলীগের বেশ ক'জন কর্মি।

ঢাকা, ০৭ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ