Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মায়ের জন্য হাসিমুখে লিভার কেটে দিলেন ড্যাফোডিল ভার্সিটি ছাত্র!

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২০, ০৮:২৯

লাইভ প্রতিবেদকঃ মায়ের প্রতি ভালোবাসার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র শরিফুল ইসলাম। মায়ের জীবন বাঁচাতে তিনি হাসিমুখে নিজের লিভারের একটি অংশ কেটে দিয়েছেন।

গত ১৩ই ফেব্রুয়ারি অপারেশনের পর সুস্থ আছেন মা-ছেলে দুইজনই।

জানা গেছে, হাসপাতালের কেবিনে অসুস্থ মাকে দেখে নিজেকে ধরে রাখতে পারেননি ছেলে শরিফুল ইসলাম। ডাক্তার জানালেন মায়ের সুস্থতার জন্য দরকার লিভার প্রতিস্থাপন। তাৎক্ষণিক কোন কিছু না ভেবেই নিজের লিভারের কিছু অংশ মাকে দেওয়ার সিদ্ধান্ত নেন শরিফুল। ডাক্তার প্রথমে একটু চিন্তিত হলেও মায়ের প্রতি শরিফুলের ভালোবাসা দেখে লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিলেন।

গত ১৩ ফেব্রুয়ারি বারডেম হাসপাতালে দীর্ঘ ১১ ঘন্টায় ৩০ সদস্যের চিকিৎসক দলের প্রচেষ্টায় একটি সফল অপারেশন হয়। এতে জীবন যুদ্ধে পরাজিত হতে যাওয়া মাকে জিতিয়ে দিলেন শরিফুল। মা ও ছেলে দুজনই এখন সুস্থ আছেন।

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ