Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবি আইইআর এর উদ্যোগে 'শিক্ষণ পদ্ধতি ও কৌশল মেলা'

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২০, ০৪:১৭

জবি লাইভঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর উদ্যোগে দিনব্যাপী "শিক্ষণ পদ্ধতি ও কৌশল মেলা" অনুষ্ঠিত হয়েছে। মেলায় শিক্ষার্থীরা শিক্ষণ পদ্ধতির বিভিন্ন কৌশল সম্পর্কে মেলায় আগত দর্শনার্থীদের অবগত করেন।

রবিবার দুপুর ১২ টা থেকে বিকাল ৩.৩০ পর্যন্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল, জবি এর মিলনায়তনে আই ই আর এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমাইয়া খানম এর নির্দেশনা ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এই মেলায় মোট ১৬ টি গ্রুপ তাদের শিক্ষণ পদ্ধতি গুলো আগত দর্শনার্থী ও শিক্ষক- শিক্ষার্থীদের নিকট বর্ণিল ভাবে উপস্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন ড.খ্রিষ্টিন রিচার্ডসন, আইইআর এর পরিচালক প্রফেসর ড. মনিরা জাহান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. কাজী নাহিদা, আইইআর এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমাইয়া খানম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাজী ফারুক হোসেন, পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, জবি এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনির হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও পোগোজ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মেলা চলাকালীন সময়

 

এসময় আই ই আর এর পরিচালক প্রফেসর ড. মনিরা জাহান বলেন আগামীতে আমরা এই মেলা আরো বড় পরিসরে আয়োজনের চেষ্টা করব। আশা করি শিক্ষণ পদ্ধতি বিষয়ক এই মেলা শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে ফলপ্রসু হবে। এরপর তিনি অনুষ্ঠানের নির্দেশক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমাইয়া খানম চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, উক্ত মেলার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরষ্কার আগামী বুধবার প্রদান করা হবে বলে জানানো হয়।

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ