Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

উড়ন্ত পাখি ‘বড় নীল চটক’

প্রকাশিত: ১০ অক্টোবার ২০১৬, ২৩:২৭




জাবি লাইভ: উড়ন্ত পাখি ‘বড় নীল চটক’। ইংরেজি নাম লার্জ ব্লু ফ্লাইক্লেসার ( Larg blue Flycatcher )। বৈজ্ঞানিক নাম- Cyornis Magnirostris । এই পাখিটি দেখতে অনেকটা পাহাড়ী নীল চটকের মতই।

বাংলাদেশে প্রথম এই পাখিটিকে সনাক্ত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর মোহাম্মদ মনিরুল হাসান খানের নেতৃত্বে একটি বন্যপ্রাণী গবেষক দল।

তিনি জানান, চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলায় ২০১৪ সালের ১৮ এপ্রিল কাপ্তাই জাতীয় উদ্যানে একটি ছোট গাছে পাশাপাশি দুটি পাখি বসে থাকতে দেখেন। পরে সনাক্ত করে দেখেন এটি ‘বড় নীল চটক’। পরবর্তী বছর গুলোতে এই পাখি আর দেখা যায়নি।

সাধারণ মিয়ানমার, ইন্দোনেশিয়া, চীন, ভারত, নেপাল, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামে এ পাখিগুলো দেখা যায়।

পাখিটি প্রায় তিন সেন্টিমিটার লম্বা। পুরুষ পাখিটির মাথা, পিঠ ও দেহের পার্শে গাড় নীল। স্ত্রী পাখিটির দেহের ওপরটা দেখতে বাদামি-ধূসর। পুরুষের লেজ নীল ও স্ত্রীটির লালচে-বাদামি। উভয়ের ঠোঁট কালো ও পা কমলাটে।

এরা সাধারণ হিমালয় অঞ্চলে বসবাস করে। শীতকালে এরা দক্ষিণ এশিয়ায় ঘুরতে আসে। এরা সাধারণ উড়ন্ত পোকামাকড় ধরে ধরে খাই। যেহেতু এরা উড়তে পছন্দ করে তাই অনেকে এদেরকে উড়ন্ত চটক বলে থাকে।

 

ঢাকা, ১০ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ