Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বশেমুরবিপ্রবিতে চেয়ারম্যানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি সরানোর অভিযোগ

প্রকাশিত: ২১ অক্টোবার ২০১৯, ০৩:৪৮

বশেমুরবিপ্রবি লাইভঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি খুলে ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে।
অভিযোগে বলা হয় "২০১৫ সালের ১০ই অক্টোবর বিভাগীয় সভাপতির দায়িত্ব নেন অভিযুক্ত এই শিক্ষক আব্দুল মান্নান।

দায়িত্ব পাওয়ার পর থেকেই তার রুমে দেখা মেলেনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা প্রধানমন্ত্রীর ছবি। আরো বলা হয় পারিবারিক ভাবেই জামাতের আদর্শে বড় হয়েছেন তিনি এবং ছাত্র শিবিরের রাজনীতি দিয়ে তার রাজনীতির হাতেখড়ি।

এজন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করা বা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী শিক্ষার্থীদের তিনি নিজের প্রতিপক্ষ মনে করতেন এবং নানা সময় বিভিন্ন হুমকি দিতেন।"

এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, "চেয়ারম্যানের রুম পরিবর্তন করায় ছবিগুলোও স্থানান্তরের জন্য খুলে রাখা হয় কিন্তু কর্মচারীদের পরবর্তীতে একাধিকবার বলা সত্বেও তারা দায়িত্বে অবহেলা করে ছবিগুলো লাগায়নি।"

তবে এক বছরের মত একটি দীর্ঘ সময় শুধুমাত্র অবহেলার বিষয়টি কতটা যৌক্তিক এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।

অভিযোগের ব্যাপারে বিভাগের এক শিক্ষক সত্যতা প্রকাশ করে জানান দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে এসে তিনি বঙ্গবন্ধুর ছবি খুলে ফেললে আমরা তাকে বললেও তিনি ছবি লাগাননি তবে দুইদিন আগে ছবি লাগিয়েছে বলে দেখেছি।

বিভাগটির নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, "স্যারের রুম থেকে ছবি খোলা হয়েছে এটি শুনতেছি তবে সরানো হয়েছে কিনা সেটি জানিনা তবে স্যারের রুমে কখনো বঙ্গবন্ধুর ছবি দেখিনি।"

ঢাকা, ২০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ