Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আবরারের সঙ্গে শিশিরভেজা পথে হাঁটতে চেয়েছিলেন মেডিকেল ছাত্রী!

প্রকাশিত: ১৮ অক্টোবার ২০১৯, ০৬:২৮

লাইভ প্রতিবেদকঃ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র সেই আবরার ফাহাদের সঙ্গে শিশিরভেজা পথে হাঁটতে চেয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের এক ছাত্রী।

সেই ছাত্রীর স্বপ্নভঙ্গ হয়েছে ছাত্রলীগের কারণে। ভারতের সঙ্গে চুক্তি নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় আবরারকে বুয়েট শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা শেরেবাংলা হলের একটি কক্ষে ডেকে পিটিয়ে হত্যা করে।

এদিকে চলতি বছরের ২০ জুন, সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠিতে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেন নাম না জানা ঢাকা মেডিকেলের এক ছাত্রী। ওই পোস্টে লেখা হয়েছে,

#266
To: Abrar Fahad (EEE)
ভাইয়া, আশা করি ভাল আছেন। আপনি আমাকে মনে রেখেছেন কি না জানি না। কিন্তু আমি আপনাকে ভালভাবেই মনে রেখেছি। আপনার ক্লাস করেছিলাম কুষ্টিয়াতে থাকতে। আপনার কথা বলার স্টাইল, আপনার আত্মবিশ্বাস আমাকে অনেক মুগ্ধ করেছে। হাঁটবেন আমার সাথে শিশির ভেজা পথে? আমি কিন্তু অপেক্ষায় থাকলাম।
Someone from DMC k-76

ফেসবুকের সেই পোষ্ট

 

জানা গেছে, বুয়েট’১৭ ক্রাশ অ্যান্ড কনফেশনস অফিসিয়াল নামে ফেসবুক পেজে দেওয়া পোস্টে নিজের নাম পরিচয় দেননি ওই ছাত্রী। তবে পোস্টের কমেন্টে বেশ কয়েকজন আবরার ফাহাদকে মেনশন করলেও তার কোনো রিপ্লাই চোখে পড়েনি। যদিও ফেইসবুকের ওই পোস্টটি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। পোস্টটিতে মন্তব্য পড়েছে কয়েক হাজার।

অন্তর বসু অন্তু নামে একজন ওই পোস্টে কমেন্ট করেছেন, ‘শিশির ভেজা পথে হাঁটার জন্যে এ অপেক্ষার কোনো সীমা নেই। অনন্ত মহাকাশের অন্তে হারিয়ে যাওয়া যাত্রী কখনো আর ফিরে আসে না। তাই এ অপেক্ষা শেষ হবার নয়। হয়ত কোনো একদিন কোনো অচেনা জায়গায় হঠাৎ করেই সাক্ষাত হয়ে যাবে। অপেক্ষাটা শুধু সেদিনের জন্য।’

নামিরা নামে একজন লিখেছেন, ‘পোস্ট/কমেন্ট কোনোটাতেই আবরার ভাইয়ার কোনো রিয়েক্ট পর্যন্ত নাই, আহা! এমন ছেলে আছে কয়জন এই দুনিয়ায়! পৃথিবীটা আবরার ভাইয়ের জন্য উপযুক্ত ছিল না।’

ঢাকা, ১৭ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ