Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে ১ম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে মানববন্ধন (ভিডিও)

প্রকাশিত: ১৮ অক্টোবার ২০১৯, ০৩:৫৭

ঢাবি লাইভঃ ১ম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে "বৈধ সিট আমার অধিকার" মঞ্চ ব্যানারে থেকে একটি মানববন্ধন আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধননে শিক্ষার্থীরা ৬ দফা দাবি তুলে ধরেন, সেগুলো হলো:
১। ১ম বর্ষ থেকে প্রশাসনিকভাবে বৈধ সিট দিতে হবে।
২। গেস্টরুম নামক টর্চারসেল সম্পূর্ণ বন্ধ করতে হবে।

ভিডিও:

https://www.facebook.com/Campuslive24/videos/2287608558027847/

৩। হলে অবস্হানরত অবৈধ এবং অছাত্রদের হল ত্যাগে বাধ্য করতে হবে।
৪। পলিটিক্যাল গণরুম সম্পূর্ণ বাতিল করতে হবে।

৫। সিট বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ চলবেনা।
৬। পলিটিক্যাল রুমের নামে রুম দখল চলবেনা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ঢাবিতে কেউ কারো দাসত্ব করতে ভর্তি হয়নি। "আমরা বৈধ সিট পাবনা কেন? আমরাতো ঠিকই টাকা দিচ্ছি! প্রথম বর্ষ থেকে হলে সিট পাওয়া আমাদের অধিকার।

বৈধ সিট আমার অধিকার মঞ্চের অন্যতম সংগঠক আরমানুল হক বলেন, "যতদিন নিপীড়ন থাকবে ততদিন গ্রাফিতি করব, রাস্তায় নামব। যতদিন গেস্টরুম চলবে বা বৈধ সিট দেয়া হবেনা ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।

ঢাকা, ১৭ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ