Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ক্রীড়া কক্ষ দখল করে অফিস বানাল ডাকসু'র সদস্যরা

প্রকাশিত: ১৮ অক্টোবার ২০১৯, ০০:২৩

ঢাবি লাইভঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ দখল করে সেখানে নিজেদের অফিস বানিয়েছেন ডাকসুর কয়েকজন সদস্য।

বৃহস্পতিবার সরেজমিনে ডাকসুর ভবনে গিয়ে দেখা যায়, ডাকসুর ক্রীড়া কক্ষে সকল সদস্যের জন্য আলাদা আলাদা চেয়ার টেবিল সাজিয়ে রাখা হয়েছে। ক্রীড়া কক্ষের নাম মুছে সাদা কাগজে সেখানে 'ডাকসু সদস্যবৃন্দ' লিখে রাখা হয়েছে।

অন্যদিকে ডাকসুর সভা কক্ষে কোনো চেয়ার টেবিল নেই। সম্পূর্ণ কক্ষ চেয়ার টেবিল শুণ্য।একটি কেরাম বোর্ড রাখা আর টেবিল টেনিসের দুইটি বোর্ড ও কেরামের একটি বোর্ড নিচে পড়ে রয়েছে।

ডাকসু সদস্যদের অফিস রুম হিসাবে বসার জন্য নির্ধারিত কোনো কক্ষ না থাকায়
গত মঙ্গলবার সকালে ডাকসুর সভা কক্ষের চেয়ার টেবিল অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষে স্থানান্তর করা হয়। ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ, সদস্য তিলোত্তমা শিকদার ও ফরিদা পারভীনের নির্দেশে তা করা হয়েছে বলে জানা যায়।

তবে কর্তৃপক্ষের সাথে কোনো আলাপ আলোচনা বা সিদ্ধান্ত ছাড়াই রুমটি দখল করার অভিযোগ উঠেছে।

ক্রীড়া কক্ষের নাম মুছে লিখে রাখা হয়েছে 'ডাকসু সদস্যবৃন্দ' 

 

এ বিষয়ে ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ বলেন, এখানে দখলের বিষয় আসবে কেনো? আপনারা জানেন ডাকসু নির্বাচনের ৬-৭ মাস হয়ে গেল, সদস্যদের বসার কোনো রুম ব্যবস্থা করা হয়নি এখনো। তাই আমরা সাময়িকভাবে কক্ষটি ব্যবহার করছি। খেলাধুলার জন্য আপাতত আমরা সভা কক্ষটি ব্যবহার করছি।

ডাকসুর সদস্য তিলোত্তমা শিকদার দাবি করেন ডাকসুর সমন্বিত সিদ্ধান্তেই এটা করেছেন তারা। তিনি বলেন, সদস্যদের জন্য কোনো কক্ষ নেই। আমরা অনেকদিন ধরেই বলতেছি, আমাদের একটি রুমের প্রয়োজন। শিক্ষার্থীদের সাথে কোথাও বসে কথা বলার জন্য ডাকসুর সদস্যের কি কোনো রুমের প্রয়োজন নেই?

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন তিনি এ বিষয়ে কিছু জানেন না।

তিনি বলেন, তাদের এ কাজ করা উচিত হয়নি। ক্রীড়া কক্ষ ডাকসুর একটি ঐতিহ্য। সাত মাস পর কেন তারা হঠাৎ করে ক্রীড়া কক্ষ বন্ধ করে এটা করতে গেল তা আমি জানিনা।

ঢাকা, ১৭ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ