Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে CIMPA Research School এর কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ জুন ২০১৯, ০৬:০৫

ঢাবি লাইভঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে CIMPA Research School এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ১১ জুন ২০১৯ CIMPA এর উদ্যেগে Dynamical Systems and its Applications to Biology শিরোনামে গণিত বিষয়ক Scientific research school অনুষ্ঠানের দ্বিতীয় দিনের মতো চলছে।

সকালের অধিবেশনে বৈজ্ঞানিক কর্মশালায় মোট ৪টি বিষয়ের উপর বিস্তারিত উপস্থাপন করেন ফ্রান্সের Nicolas Bédaride এবং Renaud Leplaideur ব্রাজিলের Isabel Rios এবং Sylvain Mousset বিকালে মোট ২টি বিষয়ের সমস্যা ও সমাধান করা হয়।

প্রসঙ্গত ১০ জুন গণিত বিভাগের এ এফ মজিবুর রহমান গণিত ভবনে CIMPA Research Schoolএর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত Mrs. Marie Annick BOURDIN এর প্রধান উদ্দেশ্য হচ্ছে উন্নয়নশীল দেশ সমূহের গণিত গবেষণা উন্নয়নে সহযোগিতা করা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, ফিলিপাইন,ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালেশিয়া ও মিশর ৫৫ জন গবেষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অনেকেই উক্ত স্কুলে অংশগ্রহণ করছেন।

ব্রাজিল, জার্মানী, ফ্রান্স, স্পেন ও অস্ট্রিয়ার ৭ জন আন্তর্জাতিক গণিত বিশেষজ্ঞের তত্ত্বাবধানে উক্ত স্কুল পরিচালিত হচ্ছে। আগামী ২১ জুন বিকেলে গণিত বিভাগের এ এফ মজিবুর রহমান গণিত ভবনে সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। উক্ত research schoo এর আন্তর্জাতিক Coordinator হিসাবে ফ্রান্সের Nouvelle বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক Dr. Renaud Leplaideur, CIMPA এর প্রতিনিধি হিসেবে স্পেনের গ্রেনেডা বিশ্ববিদ্যালয় গণিতের অধ্যাপক Dr. Lidia Fernández Rodríguez.

স্থানীয় Coordinator হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হলো ক্যাম্পাসলাইভ ২৪ডটকম, আরটিভি, দৈনিক সমকাল, নিউএজ।

ঢাকা, ১১ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ