Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

তিতুমীর কলেজে টিআরইউ এর নতুন কমিটি

প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০১:৩৪

লইভ প্রতিবেদক: সরকারি তিতুমীর কলেজ রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)'র ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দৈনিক সংবাদ প্রতিদিনের মোঃ আশিকুর রহমান সভাপতি ও বাংলাদেশ সংবাদ ডটকমের মোঃ হাসানুর রহমান শাওন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৭ মে) সন্ধ্যায় এ কমিটি অনুমোদন করেন তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী ও বর্তমান সিনিয়র সাংবাদিকদের স্বমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তাওসিফ মাইমুন (দৈনিক সংবাদ চর্চা), যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস শান্ত (দ্যা ডেইলি ক্যাম্পাস), সাংগঠনিক সম্পাদক রাশেদ মামুন (ডেইলি বাংলাদেশ), অর্থ সম্পাদক সুলতাম মোহাম্মদ আরিফ (বিডিমর্নিং), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাথী মজুমদার (দৈনিক মানব জমিন), দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলা (দৈনিক বাংলাদেশের আলো), তথ্য ও পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম সোহেল (ডেইলি মানবজগৎ), কার্যনির্বাহী সদস্য আরিফুজ্জামান মাসুদ (সেরানিউজ২৪), মোঃ আরিফ হোসেন (ক্রাইমওয়াচবিডি২৪), তুহিন ভূইয়া (সিক্সটিন নিউজ টিভি), আব্দুল্লাহ আল-মামুন (ঢাকার খবর)।

উল্লেখ্য, গত ৭মে ২০১৯ কলেজ প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সন্ধ্যায় ক্যাম্পাসের মাঠে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টার ও সংবাদকর্মী এমন শিক্ষার্থীরা এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে ‌"সরকারি তিতুমীর কলেজ রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)" গঠন করার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী ও বর্তমান সিনিয়র সাংবাদিকদের স্বমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চ্যানেল নাইনের রিপোর্টার মোঃ সিরাজুল ইসলাম রাসেল। প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১৩ জন সদস্যকে স্ব স্ব পদে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

ঢাকা, ২৮ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ