Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবি ভিসির সঙ্গে চীনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাক্ষাৎ

প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৭:১৯

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি প্রফেসর ড. মীজানুর রহমানের সঙ্গে চীনের ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্য শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। চীনের ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের গবেষণাগার পরিদর্শন করেন।

জানা গেছে, গবেষণাগার পরিদর্শন শেষে শিক্ষকরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মীজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ চুক্তিতে একমত হন।

লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. কাজী সাইফুদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. দীপিকা রাণী সরকার এবং রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মনিরা জাহানসহ বিভিন্ন বিভাগের শিকক্ষরা উপস্থিত ছিলেন।

২৬ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ