Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইউজিসির চেয়ারম্যানকে সিকৃবির ভিসির অভিনন্দন

প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৪:২০

লাইভ প্রতিবেদকঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সংখ্যাতিরিক্ত অধ্যাপক কাজী শহীল্লাহ। আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর।
এদিকে নতুন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী কাজী শহীল্লাহকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছে সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। এক অভিনন্দন বার্তায় ড. মতিয়ার বলেন, “বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো চমৎকার একজন অভিবাবক পেলো। নতুন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীল্লাহ একজন বিজ্ঞ ও বিচক্ষণ শিক্ষাবিদ।”

ইউজিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ শেষ হয় এ মাসের প্রথম সপ্তাহে। এরপর থেকে ইউজিসির চেয়ারম্যানের চলতি দায়িত্ব পালন করছিলেন সংস্থাটির সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।


ঢাকা, ২৩ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ