Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে ললিত মোহন নাথের স্মরণসভা

প্রকাশিত: ৩ অক্টোবার ২০১৬, ০২:০৬

ঢাবি লাইভ: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী সদ্যপ্রয়াত প্রফেসর ড. ললিত মোহন নাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এক ‘স্মরণসভা’ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের উপাসনালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি পান্না লাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. অসীম সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. ললিত মোহন নাথ আজ ২ জুলাই ২০১৬ শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

প্রফেসর ললিত মোহন নাথ-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবাণীতে ভিসি বলেন, প্রফেসর ললিত মোহন নাথ দেশের একজন প্রতিথযশা বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন।

তিনি মেধার স্বাক্ষর রেখেছেন তার বিজ্ঞান বিষয়ক লেখা ও গবেষণায়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক কর্মকা-ের সাথেও তিনি যুক্ত ছিলেন। তিনি বিভাগীয় চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের প্রভোস্ট ও একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে আন্তরিক দায়িত্ববোধের পরিচয় রেখে গেছেন। তার অবদান বিশ্ববিদ্যালয় স্মরণ রাখবে। তাঁর মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত।

ভিসি প্রয়াত প্রফেসর ললিত মোহন নাথের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে প্রফেসর ললিত মোহন নাথ স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রফেসর ড. ললিত মোহন নাথের জন্ম ১৯৩৫ সালের ৫ মে। তিনি শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে ১৯৭২ সালে যোগদান করেন এবং ২০০১ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। ২০১১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘রাজ্জাক-শামসুন লাইফ টাইম এচিভমেন্ট’ এ্যাওয়ার্ড লাভ করেন।

প্রফেসর ললিত মোহন নাথের মরদেহ আগামী ৫ জুলাই ২০১৬ মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল উপাসনালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও গুণগ্রাহীদের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রাখা হবে।

ঢাকা, ০২ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ