Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন ৪ ডিসেম্বর

প্রকাশিত: ১৯ নভেম্বার ২০১৮, ২০:২৭

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৪ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনের বিষয়টি নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

নির্বাচনের তারিখ নিয়ে প্রফেসর ড. এএসএম মাকসুদ কামাল ক্যাম্পাসলাইভকে বলেন, ‘ভোটারদের কথা বিবেচনা করেই আমরা এ তারিখ নির্ধারণ করেছি। সাদা দলের প্রতিনিধিদের সাথেও আমাদের কথা হয়েছে। নির্বাচন পেছানো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না, এ তারিখেই নির্বাচন হবে।’

ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম ক্যাম্পাসলাইভকে জানান, ‘নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩ তারিখ। সাদা দলের শিক্ষকদের অনুরোধে আমরা সেটাকে ৪ তারিখ করেছি। এখন উনারা আবার নির্বাচন পেছানোর কথা বলছেন কেন? নির্বাচন পেছানো হলেও আমাদের কোন সমস্যা নেই। তবে আমাদের বিশাল সংখ্যক শিক্ষক (ভোটার) ক্যাম্পাসের বাইরে থাকেন। তারা চাচ্ছেন যেন এ দিনই (মঙ্গলবার) নির্বাচন হোক। কারণ এ দিনে ক্যাম্পাসের আশপাশের এলাকার দোকান-পাট বন্ধ থাকে। শিক্ষকদের যাতায়াতে সুবিধা হতো। তবে আমরা এখনও আলোচনা করছি। দেখা যাক কি সিদ্ধান্ত নেয়া হয়।’

প্রধান নির্বাচন পরিচালক প্রফেসর ড. তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, ‘নির্বাচনের তারিখ নির্ধারণ মূলত শিক্ষক সমিতির কার্যকরী কমিটি করা হয়ে থাকে। তারা নির্বাচন কমিশনকে তারিখ নির্ধারণ করে দিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে আহ্বান জানায়। আমি সাদা দলের চিঠি পেয়েছি এবং এ বিষয়ে সমিতির সভাপতি ও সেক্রেটারিকে জানিয়েছি। উনারা যদি বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতে চান নির্বাচন কমিশন তা আয়োজন করতে পারে। অন্যথায় যে সময় দেয়া আছে ও সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জানা গেছে, নির্বাচনের তারিখ পিছিয়ে নিতে নির্বাচন কমিশনার ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে কয়েক দফায় চিঠি দিয়েছে সাদা দল। তবে ঘোষিত তারিখেই নির্বাচন করার বিষয়ে অনড় রয়েছে নীল দল এবং নির্বাচন কমিশন।

ঢাবি শিক্ষক সমিতি কার্যকর পরিষদ ২০১৯ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় আগামী ৪ ডিসেম্বর। তফসিল ঘোষণার পর নির্বাচনের তারিখ পেছাতে নির্বাচন কমিশনারকে চিঠি দেন সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম।

নির্বাচন কমিশনারকে দেয়া সাদা দলের চিঠিতে বলা হয়েছে, ‘গত কয়েক বছর ধরে শিক্ষক সমিতি নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটির দুই/একদিন আগে হয়ে থাকে। দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে আসন্ন নির্বাচনটি পূর্বের ন্যায় শীতকালীন ছুটির দুই/একদিন আগে অর্থাৎ ১২ অথবা ১৩ ডিসেম্বর ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে সাদা দলের আহবায়ক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম ক্যাম্পাসলাইভকে জানান, ‘প্রস্তুতির দিক থেকে ক্ষমতাসীন প্যানেল সব সময় এগিয়ে থাকে। আমরা তাফসিল ঘোষণার আগে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে তারিখ পেছাতে বলেছি। নির্বাচন কমিশনারকে দুই দফায় চিঠি দিয়েছি। তারা এখনও কিছু জানায়নি। তারা যদি তাদের মতে অনড় থাকে তাহলে আমাদেরও বিকল্প চিন্তা করতে হবে।’

 


ঢাকা, ১৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ