Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভাসানি বিশ্ববিদ্যালয়, বহিষ্কৃত নেতার দাপটে বারবার পরীক্ষা স্থগিত!

প্রকাশিত: ১০ নভেম্বার ২০১৮, ১৯:৩১

টাঙ্গাইল লাইভ : মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ও অবাঞ্ছিত ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাতের দাপটে বারবার পরীক্ষা স্থগিত করা হচ্ছে। ওই নেতার দাপটে তৃতীয়বারের মতো শনিবারের (১০ নভেম্বর) পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ অবস্থায় পরীক্ষা না দিতে পেরে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর পদার্থ বিজ্ঞান বিভাগের তিন শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ইয়াসিন আরাফাতসহ ৫ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি তাদের ক্লাস-পরীক্ষা ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞাও দেয়া হয়। তবুও ইয়াসিনের জন্য পেছানো হচ্ছে ৪র্থ বর্ষ প্রথম সেমিস্টারের পরীক্ষা। এ অবস্থায় পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন আইসিটি বিভাগের ৪র্থ বর্ষ প্রথম সেমিস্টারের সব শিক্ষার্থী।

জানা গেছে, গত ৬ অক্টোবর সব শিক্ষার্থী পরীক্ষা নেয়ার জন্য আবেদন দিলেও সমাধান দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৩১ অক্টোবর সাইবার ক্রাইম ও ৫ নভেম্বর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পেছানো হয়েছে। এমনকি ১০ নভেম্বর ওয়েব প্রোগ্রামিং পরীক্ষাও পেছানো হয়েছে ওই ইয়াসিনের জন্য।

ছাত্রলীগ নেতা ইয়াসিনের জন্য পরীক্ষা পেছানোর বিষয়টি স্বীকার করেছেন আইসিটি বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ বদরুল আলম মিয়া। তিনি বলেন, ওই ছাত্রের পরীক্ষা সম্পন্ন করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কোনো সিদ্ধান্ত দিতে না পারায় এভাবে বারবার পরীক্ষার তারিখ পেছানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সিরাজুল ইসলাম জানান, আগামী ১৩ নভেম্বর এ বিষয়টি নিয়ে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত হবে। ওই সিদ্ধান্ত অনুসারেই পরবর্তীতে পরীক্ষার তারিখ নির্ধারণ ও অনুষ্ঠিত হবে।

ঢাকা, ১০ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ